প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে মেহেরপুর জেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে সামসুজ্জোহা পার্কের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপির নেতৃত্বে সামসুজ্জোহা পার্কের থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
বিক্ষোভ মিছিলে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড মিয়াজান আলী, সাবেক সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এড ইব্রাহিম শাহিন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহ জামান, জেলা কৃষক লীগের সভাপতি মাহবুবুল আলম শান্তি, শ্যামপুর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতিন, কুতুবপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামিম আরা হিরা, উপজেলা ভাইস চেয়ারম্যান লতিফুন নেছা লতাসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের মানুষ ও বর্হিরবিশ্বের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এটি বিএনপি জামাতের শয্য হয় না। স্বাধীনতা যুদ্ধের পর থেকে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে চলেছে। জননেত্রী শেখ হাসিনা আছে বলেই আজ কৃষকেরা সার,বীজসহ কৃষি খাতের সকল উপকরণ পাচ্ছেন। দেশের মানুষের কাছে প্রিয় নাম শেখ হাসিনা। আজকে যারা বর্তমান আওয়ামী লীগের সরকারের সাফল্য ও উন্নয়নে বাধাগ্রস্ত করছে । তারা কখনোই সফল হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন কিছু হলে মেহেরপুর আওয়ামীলীগের নেতাকর্মীরা বসে থাকবে না। বিএনপি জামাতের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থাকবে।