মেহেরপুর শহরের যুব সমাজ কে মাদক থেকে দূরে রাখতে মাদকমুক্ত সমাজ গড়তে শহরের বিভিন্ন ওয়ার্ডের যুবকদের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ করা হয়েছে । শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর জেলা যুবলীগের প্রধান কার্যালয়ে যুবকদের মাঝে এসকল খেলার সামগ্রী দেওয়া হয়। মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে ফুটবল ও জার্সি বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাইদুর ইসলাম উজ্জ্বল, আমানুর রহমান সোহেল, পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক সহিদুজ্জামান সুইট, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল খান সহ যুবলীগের নেতা কর্মীরা।
এসময় মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, যুবসমাজ অবসাদগ্রস্ত এবং অপরাধপ্রবণ হয়ে যাচ্ছে। তাই তারা যাতে খেলাধুলা করে শরীরটাকে সুস্থ্য রাখতে পারে এবং অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকতে পারে তার জন্যই এই উদ্যোগ। অলস সময় না কাটিয়ে খেলার মাঠে গিয়ে অনুশীলন করে তাহলে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে খেলাধুলায় মনোযোগী হতে হবে।
তিনি বলেন, মাদক সেবনের ফলে যুবকরা মৃত্যর দিকে ঝুঁকে পড়েন। মাদকের জন্য টাকা পয়সা জোগার করতে তারা বিভিন্ন অসামাজিক কাজে জড়িয়ে পড়েন। ‘সমাজকে মাদকমুক্ত রাখতে প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে। তাদের ছেলেমেয়েরা কোথায় কখন কিভাবে কার সাথে মিশেছে তার খোজঁ খবর রাখতে হবে।
খেলার সাথে স্বাস্থ্য আর স্বাস্থ্যের সাথে মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। লেখাপড়ার পাশাপাশি ছেলে মেয়েদের খেলাধুলা ও সাংস্কৃতি চর্চা করা জরুরি। লেখাপড়া পাশাপাশী যদি ছেলে মেয়েরা খেলাধুলা ও সাংস্কৃতি চর্চার মধ্যে থাকে তাহলে তাদের মনে কোন খারাপ চিন্তা আসবে না, তারা কোন নেশার জগতে চলে যাবে না। খেলাধুলা মানুষের দেহ সুস্থ রাখে এবং মনকে রাখে চাঙা। আর মাদক মানুষের বোধশক্তি কেড়ে নেয়। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মাদকসেবীরা।
মেয়র রিটন , যুবকদের উদ্যেশ্য বলেন, স্বাস্থাই
সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে শরীর ও মন ভালো থাকে না। এ জন্য সুস্থ জীবনযাপন করতে চাইলে খেলাধুলায় মন বসাতে হবে।