softdeft

অনলাইন চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

অনলাইন চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

মেহেরপুর প্রতিনিধি \ সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর অনলাইন চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে মেহেরপুর জেলা তথ্য অফিস। বুধবার ১১ টার দিকে উপজেলার সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন । প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও বিটিভি প্রতিনিধি আলামিন হোসেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)এর প্রতিনিধি দিলরুবা খাতুন ।
অনুষ্ঠানে দুই গ্রæপে, ১ম, ২য় এবং তৃয় স্থান অধিকারী ৬ জনকে বিজয়ীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সহ বিভিন্ন পুরস্কার বিতরন করা হয়। এছাড়াও জেলা তথ্য অফিসারের পূর্বোক্ত ঘোষণার ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর শিক্ষার্থীদের আরো বেশি বেশি আগ্রহী করে তুলতে প্রত্যেক অংশগ্রহণকারী ৫০জন শিক্ষার্থীদের শুভেচ্ছা পুরস্কার বিতরন করা হয়।
নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম বলেন, শিক্ষার্থীদের মহান স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে উপযুক্ত চর্চার মাধ্যমে জানতে হবে। শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে তিনি বলেন , বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়া চীন ইত্যাদি প্রন্থ পাঠ করার মাধ্যমে বঙ্গবন্ধুর প্রকৃত সত্তাকে চিনতে পারা জাবে।

Total Page Visits: 976 - Today Page Visits: 3