softdeft

মেহেরপুরে পৌরসভার উদ্যোগে দোকানদারের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ।

মেহেরপুরে পৌরসভার উদ্যোগে দোকানদারের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ।

ফোকাস মেহেরপুর। দীর্ঘদিন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে লকডাউন থাকায় কর্মহীন হয়ে পড়া শহরের বিভিন্ন ছোট ছোট দোকানদার ও অসহায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার নগত টাকা ও খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভা চত্বরে জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন‌ নিজে উপস্থিত থেকে খাবার সামগ্রী তুলে দেন।

এসময় তিনি শহরের ৫০০ শত চায়ের দোকানদার সহ বিভিন্ন ছোট ব্যবসায়ীদের হাতে নগদ টাকা ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
এসময় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, করোণা ভাইরাসের কারণে সারা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। সে ক্ষেত্রে দেশের অবস্থা খুব একটা ভাল না। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে মেহেরপুরে আক্রান্তের হার বেড়েছে।

সারাদেশে লকডাউন এর কারণে অসহায় ও কর্মহীন হয়ে পড়েছে। সকল কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষতার কারণে করোনাভাইরাস মোকাবেলা করে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যে সকল ছোট ছোট চায়ের দোকান, সেলুন দোকানদাররা অসহায় হয়ে পড়েছে তাদের মাঝে সামগ্রী পৌঁছে দেওয়া। তারই আলোকে প্রধানমন্ত্রী খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

Total Page Visits: 888 - Today Page Visits: 2