softdeft

বাড়িতে গিয়ে ময়লা আবর্জনা নিয়ে আসবে পরিচ্ছন্ন কর্মী – পৌর মেয়র রিটন

বাড়িতে গিয়ে ময়লা আবর্জনা নিয়ে আসবে পরিচ্ছন্ন কর্মী – পৌর মেয়র রিটন

ফোকাস মেহেরপুর। মেহেরপুর শহরের ময়লা আবর্জনা পরিষ্কার করতে প্রথমবারের মতো পৌরসভার ৭ নং নম্বর ওয়ার্ডে চালু হলো বাড়ি বাড়ি যেয়ে গৃহস্থালির থেকে ময়লা আবর্জনা ভ্যানযোগে সংগ্রহ করা। শনিবার দুপুরে পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ৫টি ভ্যানগাড়ি দিয়ে উদ্বোধন করেন।

এসময় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো। প্রতিদিন সকাল আটটা থেকে সকাল দশটার মধ্যে পৌরসভার কর্মীরা আপনাদের বাসা বাড়ির আবর্জনা সংগ্রহ করবে। আপনারা বাড়ির ময়লা আবর্জনা সময় মত গেটের সামনে রেখে দেবেন। আধুনিক সেবা গ্রহণে পৌরবাসীর সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, নুরুল আশরাফ রাজিব, সৈয়দ বাপ্পি, আলপনা খাতুন সহ কাউন্সিলরগন।

Total Page Visits: 849 - Today Page Visits: 3