ফোকাস মেহেরপুর। মেহেরপুর জেলায় করোনা পজিটিভে সর্বোচ্চ রেকর্ড করেছে। রবিবার নতুন প্রাপ্ত রিপোর্ট হলো -৪৯৫ (পিসিআর ল্যাব-২৭৫, এন্টিজেন-১৯৫, জিন এক্সপার্ট-২৫) টি । নতুন পজেটিভের সংখ্যা -১৬৪ টি এর মধ্যে সদর-৬৩ টি গাংনীতে -৬৮টি , মুজিবনগরেয়-৩৩ টি ।বর্তমানে জেলায় পজিটিভ কেইসের সংখ্যা ৯০৩ টি। এর মধ্যে সদর-২৬৪, গাংনী-৫২০, মুজিবনগর -১১৯ জন। মৃত্যু – ১০১ জন। নতুন আরও ৫ জন মারা গেছেন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ২২০৩ জন। (আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৪০ জন) । ট্রান্সফার্ড হয়েছে- ১১৯ জন।
মৃত ব্যক্তিরা হলেন, সদর উপজেলা উজলপুর গ্রামের জাফর উল্লাহ ভোরে মারা যান, বামনপাড়ার আছেল উদ্দিন (৯৪) সকাল ৯টার দিকে মারা যান, ফতেপুর গ্রামের রাহেলা খাতুন(৬০) সন্ধা সাড়ে ৭ টার দিকে মারা যান, চকশ্যামনগর গ্রামের রাহেলা বেগম(৭০) রাত ১০ টার দিকে মারা যান,ঝাঁঝাঁ গ্রামের সোনিয়া খাতুন(২৫), শহরের বাসস্ট্যান্ড পাড়ার খাদিজা বেগম(৫৫), মুজিবনগরের ইসলামপুর গ্রামের ফরিদা খাতুন(৫০), গোপালপুর গ্রামের শাখয়াত মাস্টার (৭০) ভোরে মারা যান, গাংনীর কুঞ্জনগরের মালেকা খাতুন(৭৫) সকালে মারা যান, আলমপুর গ্রামের রাজিয়া খাতুন(৪৫) রাত ১০ টার দিকে মারা যান, সিদুরকোটা গ্রামের খাদিজা খাতুন(৫৫),।
মেহেরপুরে সর্বোচ্চ রেকর্ড পজেটিভ-১৬৪ টি। মৃত্যু- ১১ (রাত-১১ পর্যন্ত)
Total Page Visits: 1078 - Today Page Visits: 3