মেহেরপুর প্রতিনিধি। সরকার কর্তৃক আরোপিত বিধি-নিষেধ চলাকালীন প্রান্তিক জনগোষ্ঠী ও কর্মহীন মানুষের কথা বিবেচনা করে মেহেরপুর জেলায় এনজিও কর্তৃক সকল প্রকার ক্ষুদ্রঋণের কিস্তি আদায় কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল।
জনস্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হলেও কতিপয় এনজিও সরকার কর্তৃক জারিকৃত এই আদেশ অমান্য করে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় কার্যক্রম অব্যাহত রেখেছে যা অনভিপ্রেত।
‘আরআরএফ ফাউন্ডেশন’ নামক মেহেরপুরের একটি এনজিও সরকার কর্তৃক আরোপিত এই বিধি-নিষেধ চলাকালীন সময়েও তাঁদের গ্রাহকদের নিকট থেকে নিয়মিতভাবে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় করছে মর্মে অভিযোগের ভিত্তিতে আজ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা পুলিশের সমন্বয়ে ‘আরআরএফ ফাউন্ডেশন’ এনজিওতে যৌথ অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে প্রচলিত আইনে অর্থদণ্ড প্রদান করেছেন।
সরকার কর্তৃক আরোপিত বিধি-নিষেধ চলাকালীন জনস্বার্থে মেহেরপুর জেলার সকল এনজিওকে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় কার্যক্রম বন্ধ রাখার আহবান জানিয়েছেন মেহেরপুর জেলা প্রশাসন।
মেহেরপুরে এনজিওতে প্রশাসনের যৌথ অভিযান।।
Total Page Visits: 880 - Today Page Visits: 5