মেহেরপুর প্রতিনিধি : সড়কে শৃঙ্খলা ফেরানাে, পথচারীদের জীবনের নিরাপত্তা, সড়ক দূর্ঘটনা প্রতিরােধে সাধারণ মানুষকে সচেতন করা, সর্বোপরি এই দূর্ঘটনায় দায়ী ট্রাক চালকের বিচারের দাবিতে মানববন্ধন করেছে সংগঠনের সদস্য ও সচেতন নাগরিকগণ। আজ বুধবার সকালে গাংনী বাজার বাস স্ট্যাণ্ডে মেসডার সদস্য সুমি আক্তার এর নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত মেহেরপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন “মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট এসােসিয়েশন (মেসডা)I ১২ বছর যাবৎ জেলার মানুষের স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে স্বেচ্ছাশ্রম ভিত্তিক মানবিক কর্মকান্ড পরিচালনা করে করে আসছে এই সংগঠনটি। এই সংগঠনের দুজন দক্ষ সংগঠক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় মেসডা’র সাবেক সভাপতি মকবুল হােসেন ও আকতার-উজ-জামান। তারা দু’জন মেসডা’র বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মেহেরপুরের সামাজিক-সাংস্কৃতিক উন্নয়নকে বেগবান করেছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেহেরপুরের শিক্ষার্থীদের একতার বন্ধন আরও দৃঢ় করতে তাদের অবদান ছিল অনস্বীকার্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে, গত ০২ আগস্ট ২০ইং তারিখে বামন্দী বাজারে এক আকস্মিক সড়ক দূর্ঘটনায় প্রাণ হারান মকবুল হােসেন ও আকতার উজ জামান। মানববন্ধনে বক্তারা দাবী করেন- সুষ্ঠ তদন্তের মাধ্যমে এই এই দূর্ঘটনার কারণ উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা। মেহেরপুর জেলায় সড়কে প্রাণহাণী কমাতে বিপজ্জনক বাঁক সমূহ অতিদ্রুত সংস্কার করতে হবে। এ ব্যাপারে প্রশাসনের দৃশ্যমান উদ্যোগ নিতে হবে। সডকে তৈরি হওয়া বিভিন্ন খানা-খন্দ ভরাট করে দ্রুত চলন উপযােগী করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন মেসডার সদস্য জাকির হোসেন, নিয়াজী, এনামুল হক, আরিফ হোসেন , জারাফাত, নির্ঝর, টিটন , মুকুল হোসেন, রাসেল, সাব্বির আহমেদ, মাহফুজ, তুষার, সালাউদ্দিন, সাহিবুল, আরাফাত, আমিন থান্দার , কিবরিয়াসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের মেসডার বর্তমান ও সাবেক সভাপতি গণ উপস্থিত ছিলেন ।
মেহেরপুর বামুন্দীতে সড়ক দুর্ঘটনায় নিহত মকবুল ও আক্তারের সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন।
Total Page Visits: 808 - Today Page Visits: 4