softdeft

মেহেরপুরে নাশকতার মামলায় আটক ছাত্রশিবিরে সভাপতি ও পৌর কাউন্সিলর

মেহেরপুরে নাশকতার মামলায় আটক ছাত্রশিবিরে সভাপতি ও পৌর কাউন্সিলর

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর জেলা পুলিশ সুপার রাফিউল আলমের নির্দেশনায় গোয়েন্দা পুলিশের একটি দল পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক ছাত্রশিবিরের সভাপতি সোহেল রানা ডলার কে আটক করেছে ডিবি পুলিশ।
রবিবার সন্ধ্যা ৭ টার দিকে পৌর কবরস্থান এলাকায় থেকে তাকে আটক করা হয়।
সোহেল রানা ডলার শহরের স্টেডিয়ামপাড়ার শামছুদ্দিন মিয়ার ছেলে।
জানা গেছে,মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলীর নেতৃত্বে সঙ্গীয় এস আই হাবিবুর রহমান, এস আই অজয় কুমার কুন্ডু, এ এস আই মাহতাব উদ্দিন, এএসআই (নি:) হেলাল উদ্দিন সহ পৌরসভাধীন গোরস্থানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মেহেরপুর থানার মামলা নং ২২ , তারিখ ২০/১২/২০২০ ধারা ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্ট এর ১৫(৩)/২৫ ডি এর এজাহারনামীয় আসামী সোহেল রানা ডলার (৩৬) কে আটক করা হয়। সে মেহেরপুর ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও পৌরসভার কাউন্সিলর। তাহার বিরুদ্ধে নাশকতা ও দ্রুত বিচার আইনে একাধিক মামলা বিচারাধীন আছে।
উল্লেখ্য, ২০১৩ সালে সদর উপজেলার রাজনগর, বন্দর, কায়েমকাটা মোড় সহ বিভিন্ন এলাকায় সরকার বিরোধী আন্দোলনের সময় নাশকতার ঘটনায় বিএনপি-জামায়াতের বহু মানুষের নামে হয়েছিল।

Total Page Visits: 947 - Today Page Visits: 4