মেহেরপুর প্রতিনিধি। গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের অসহায় বৃদ্ধা আছিয়া খাতুনের (৭০) বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দিলেন ইউ এন ও মৌসুমী খানম। বুধবার বিকেলে তার নাজিরকে দিয়ে বৃদ্ধা আছিয়া খাতুনের বাড়িতে খাদ্যসহায়তা পৌঁছে দেন। আছিয়া খাতুন উপজেলার আড়পাড়া গ্রামের স্কুলপাড়ার মৃত কলিম উদ্দিনের স্ত্রী।
জানা গেছে, সম্বলহীন অসহায় আছিয়া খাতুন নামের এক বৃদ্ধার দুঃখের কথা জানতে পারেন ইউ এন ও মৌসুমী খানম। আছিয়া খাতুন বয়সের ভারে পড়লেও বেঁচে থাকার তাগিদে ভিক্ষাবৃত্তি করতে হয় তাকে। হাতে লাঠি নিয়ে ঠিক মত চলাফেরা করতেও পারেন না তিনি। অথচ তার মুখে দু’মুঠো ভাত দেওয়ার মতো কেউ নেই তার সংসারে। একটি মাত্র মেয়ে ছিল তার বিয়ে হয়েছে রাজশাহী অঞ্চলে। সরকারি সকল সুবিধা থেকে বঞ্চিত আছিয়া খাতুন। ভিক্ষাবৃত্তির কারণে ভোর থেকেই তাকে বেরিয়ে পড়তে হয় কোন না কোন গ্রামে। সেজন্য এনআইডি কার্ডটিও তৈরি হয়নি। বৃদ্ধার দুঃখের কথার
বিষয়টা গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসলে
আছিয়া খাতুনকে আশ্বস্ত করেন। বুধবার তিনি নিজেই আছিয়া খাতুনের বসবাসের জায়গাটি স্বচক্ষে দেখবেন বলে কথা দিয়েছিলেন। বিকেলের দিকে হঠাৎ কিছুটা অসুস্থ বোধ করায় নাজিরকে দিয়ে বৃদ্ধা আছিয়া খাতুন এর বাড়িতে খাদ্য সহায়তা পাঠিয়ে দেন। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী ইউ এন ও মৌসুমী খানমকে সাধুবাদ জানানোসহ দীর্ঘায়ু কামনা করেছেন।
অসহায় বৃদ্ধার বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন গাংনী ইউএনও
Total Page Visits: 782 - Today Page Visits: 3