softdeft

ল্যাপটপ ফিরে পেয়ে মেহেরপুর মানুষের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন মোবারক আলী

ল্যাপটপ ফিরে পেয়ে মেহেরপুর মানুষের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন মোবারক আলী

মুজিবনগর প্রতিনিধি। ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্সের ১নং গেটের সামনে মেহেদী টি ষ্টোরে গত ২৭ ডিসেম্বর একটি পড়ে থাকা ল্যাপটপ পায় দোকানদার মেহেদী হাসান । পরে বিভিন্ন জেলা থেকে বেড়াতে আসা পর্যটকদের জিজ্ঞাসা করলে ল্যাপটপের মালিক খুঁজে পাওয়া যায় না। পরে স্থানীয় প্রশাসনকে অবগত করে ‌ মেহেদী ল্যাপটপটি তার কাছে রেখে দেয় । এসময় মেহেদী হাসান ল্যাপটপের ব্যাগের পাস পকেট এ ব্যাংকের ও একটি স্কুলের ঠিকানা পায়। ঐ স্কুলের ঠিকানায় যোগাযোগ করলে স্কুলের প্রধান শিক্ষক বিষয়টি নিশ্চিত করেন ।
গত ৭ ই জানুয়ারি মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমি মোবারক আলী, আমার বাড়ী রাজশাহীর কাটাখালী থানার অধীনে। হ্যাঁ আমার একটি ল্যাপটপ হারিয়েছে। সেই সাথে কিছু ডকুমেন্টস পাঠান ল্যাপটপের মালিক মোবারক আলী এবং তিনি ৯/১/২০২২ সকালে মুজিবনগর বেড়াতে এসে হারিয়ে যায় ল্যাপটপটি।

মোবারক আলী বলেন, ফ্যামিলি সহ বেড়াতে এসে
নাস্তা করার সময় চাচার কাছে ল্যাপটপ রেখে দিয়েছিলাম । কিন্তু চাচা মনে করতে পারছিলো না যে ল্যাপটপটি কোথায় রেখেছে । আমরা অনেক খোঁজাখুঁজির পর চলে গিয়েছিলাম ৭ জানুয়ারী মুঠোফোনে যোগাযোগ হয় মেহেদী ভাইয়ের সাথে । তিনি আমাকে এসে নিয়ে যেতে বলেন তাই আজ ৯ জানুয়ারী এসে আমার ল্যাপটপ টি বুঝে নেয়ার পর খুলে দেখলাম যেমন রেখে দিয়েছিলাম তেমনই আছে। তিনি বলেন, সাধারণত হারিয়ে যাওয়া জিনিস না পাওয়ারই কথা কিন্তু মুজিবনগরের মানুষ এত ভালো এত সৎ যে হারিয়ে যাওয়া ল্যাপটপের মালিক কে খুঁজে বের করে ফিরিয়ে দিলো। এই জন্য আমি ওনার কাছে চির কৃতজ্ঞ থাকবো।
এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর কমপ্লেক্সের সামনে টি স্টোরের মালিক মেহেদী ল্যাপটপ টি ফেরত দেয়ার সময় উপস্থিত ছিলেন মুজিবনগর ডিউটিরত ১৪ব্যাটালিয়ন আনসার হাবিলদার ফিরোজ আহমেদ, জামারুল, ব্যবসায়ী শিহাব উদ্দিন ,আব্দুস সালাম সহ স্থানীয় সাংবাদিকরা ।

Total Page Visits: 786 - Today Page Visits: 3