softdeft

মেহেরপুরে বিদ্যুৎতের প্রসার ও অবকাঠামোর উন্নয়ন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মেহেরপুরে বিদ্যুৎতের প্রসার ও অবকাঠামোর উন্নয়ন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

শেখ হাসিনার উদ্যোগ,ঘরে ঘরে বিদ্যুৎ” এই স্লোগানকে সামনে রেখে ঐতিহাসিক মেহেরপুর-মুজিবনগর সংসদীয় আসনে বিদ্যুৎতের প্রসার এবং অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। তিনি মেহেরপুর -মুজিবনগর)-কে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যমাত্রা অর্জন করার লক্ষ্যে
১ লক্ষ ১০ হাজার গ্রাহকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা চালুসহ প্রায় ৩০ কিঃমিঃ ৩৩/কেভি সঞ্চালন লাইন নির্মাণ কাজ করে দিয়েছে।
পল্লী বিদ্যুৎতের আওতায় ৩ টা উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে। ১৩২ কেভি (গ্রীড সাব ষ্টেশন) নির্মাণ প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।
২৫০ কেভি উচ্চ ক্ষমতাসম্পন্ন ভ্রাম্যমান ট্রান্সফর্মারের মাধ্যমে সেবা প্রদানসহ ৭৪ টি ট্রান্সফর্মারের মাধ্যমে সেবা প্রদান ও ২টা ডাবল কেবিন গাড়ির মাধ্যমে সার্বক্ষনিক পযাবেক্ষন চলছে। মেহেরপুরে ৪৫০ কিঃমিঃ লাইন স্থাপন করা ও সৌর বিদ্যুৎতের মাধ্যমে সর্বোচ্চ সেবা প্রদানে নিরলসভাবে কাজ করে চলেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, দেশের ৯৬ ভাগ পরিবার এখন বিদ্যুতের আওতায় রয়েছে। শতভাগ পরিবার বিদ্যুতের আওতায় এসেছে।
তিনি আরও বলেন, মেহেরপুরে ৩৩ কেভি সঞ্চালন লাইন আপগ্রেডেশন করা হয়েছে। মুজিবনগর প্রকল্পে সংযুক্ত ১ হাজার কোটি টাকার কাজের নকশা তৈরী শেষ হয়েছে। প্রধানমন্ত্রীকে তা দেখানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন । প্রধানমন্ত্রী অনুমোদন দিলে এই বছরেই কাজ শুরু করা সম্ভব হবে।
তিনি বলেন, বিএনপির আমলে দেশে বিদ্যৎ এর অবস্থা খুবই খারাপ ছিল। আওয়ামীলীগ সরকার আসার পর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার আসার পর এখন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে সক্ষম হয়েছে।

Total Page Visits: 831 - Today Page Visits: 5