মেহেরপুর সদর উপজেলার আলমপুর খোকসা সড়কের পাশে লাল শাক শুকানো নিয়ে দুই গ্রামের মধ্যে কথা কাটাকাটি করা নিয়ে ঝামেলা হয়। এক পক্ষ অভিযোগ করে বলে বিপুল পরিমাণ লাল শাকের বীজ তসরুপ করে ফেলা হয়েছে। পরবর্তীতে এবিষয় নিয়ে সদর থানার কম্পাউন্ডের মধ্যে সেতুবন্ধন ঘরে মীমাংসায় বসে উভয় পক্ষ। মীমাংসায় চলাকালীন সময়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
এসময় মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহদারা খান আলমপুর ও খুকশা গ্রামবাসীদের সমঝোতা করে দেয়। পরে গ্রামবাসীদের থানার বাহিরে চলে যেতে বলা হয়।
জানা গেছে, আলমপুর ও খেকসা সড়কে শুকাতে দেওয়া বিপুল পরিমাণ লাল শাকের বীজ তসরুপ করে দিয়েছিলো দুর্বৃত্তরা এই নিয়ে লাল শাকের বীজ এর মালিক শিক্ষক কমর উদ্দিন অজ্ঞাত ব্যাক্তিদের নামে মেহেরপুর সদর থানায় গত সোমবারে একটি মামলা দায়ের করে।
আজ বৃহস্পতিবার বিকেলে বাদি ও বিবাদীদের নিয়ে মেহেরপুর সদর থানার মধ্যে সেতুবন্ধন নামের একটি গোল ঘরে মীমাংসায় বসে পুলিশ সদস্যসহ ও গ্রামবাসী । মীমাংসা চলাকালীন সময়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি সৃষ্টি হয়। সেই সময়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা ওসি শাহদারা পরিস্থিতি সামাল দেয়।
এতে দুই গ্রামের দুজন আহতের খবর পাওয়া গেছে। তারা হলেন হলো খোকসা গ্রামের বক্স এর ছেলে কলী ও আলমপুর গ্রামের ইসমাইল এর ছেলে সাহাজাহান ।
লাল শাকের বীজের মালিক শিক্ষক নেতা কমর উদ্দিন জানান, আগের দিন বৃষ্টির কারণে রাস্তার পাশে বীজগুলো রেখে দেওয়া হয়। পরে রাতের আঁধারে কতিপয় ব্যক্তিরা সেইসমস্ত বীজ রাস্তার দু’পাশের ধান, গম এবং ভুট্টা ক্ষেতের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে ফেলে নষ্ট করে। এতে তার অনেক টাকা বীজ নষ্ট হয়েছে বলে শিক্ষক নেতা কমর উদ্দিন জানান।
এ বিষয়ে সদর থানার ওসি শাহ দারা খান পিপিএম জানান, দুই গ্রামবাসী মিমাংসার জন্য থানায় আসে। মিমাংসা শেষে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি করে। আমি খবর পেয়ে যাই বাহিরে চলে আছি এবং ঘটনা সামাল দিই।
মেহেরপুর সদর থানায় মীমাংসা চলাকালীন দু’পক্ষের সংঘর্ষ।
Total Page Visits: 832 - Today Page Visits: 4