২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে মেহেরপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক অঙ্গসংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানেরা সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিসৌধ পুষ্পমাল্য অর্পণ করেন। শনিবার সকালে মেহেরপুর শহরের কলেজ মোড় স্মৃতিসৌধ পুষ্পমাল্য অর্পণ করা হয়।
শনিবার সূর্যদয়ের সাথে সাথে মেহেরপুর সার্কেট হাউজ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সকাল সাড়ে ৬ টার সময় শহরের কলেজ মোড়ে অবস্থিত শহীদ সৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ করা হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষে সর্বপ্রথম পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপরে জেলাবাসীর পক্ষে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ বিভাগের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার রাফিউল আলম পুষ্পমাল্য অর্পণ করেন, পৌরসভার ও জেলা যুবলীগের পক্ষে মেয়র ও আহবায়ক মাহফুজুর রহমান রিটন ও যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান। জেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান গোলাম রসুল, জেলা আওয়ামীলীগের পক্ষে সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ও যুগ্ম সাধারণ সম্পাদক এড ইব্রাহিম শাহিন।
এর পরপরই মেহেরপুর সরকারি কলেজ এর পক্ষে অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার, মুক্তিযোদ্ধাদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক, সরকারি মহিলা কলেজ এর পক্ষে প্রফেসর রফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, জেলখানার পক্ষে ভারপ্রাপ্ত জেল জেলার হাসানুর রহমান, জেলা আনসার ও ভিডিপি অফিসের পক্ষে জেলা কমান্ডার , মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা. রফিকুল ইসলাম, ছহিউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল আজিম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল ইসলাম, টিটিসির অধ্যক্ষ আরিফ আহমেদ তালুকদার , জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী,পিপি পল্লব ভট্টাচার্য, জেলা জেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক শাহী,জেলা খাদ্য কর্মকর্তা আবদুল হামিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শোভন সরকার, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে সকাল সাড়ে আটটার দিকে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মেহেরপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে মেহেরপুর স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবস পালন করা হয়। এসময় বাংলাদেশ পুলিশ মেহেরপুর, আনসার ভিডিপি, কারারক্ষী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সরকারি কলেজ বিএনসিসি, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজের গার্ল গাইডস,গার্ল ইন স্কাউট এর সদস্যরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে গার্ড অব অনার প্রদান করেন।
জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে জেলা প্রশাসক জেলা বাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এর আগে সেখানে শান্তির প্রতীক পায়রা ও বেলুন ওড়ানো হয়।
এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে কুচকাওয়াজে অংশগ্রহণকারী দল সমূহের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন
Total Page Visits: 818 - Today Page Visits: 3