গাংনী সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা মার্কেটে আনোয়ার আহমেদ রবিন (২২) নামের সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ীর উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরের দিকে মাদ্রাসা মার্কেটের নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। মারাত্মক জখম অবস্থায় রবিনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিন গাংনী ভিটাপাড়ার জালাল উদ্দীনের ছেলে ।
গাংনী সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা মার্কেটের উজ্জল হেয়ার কাটিং এর স্বত্বাধিকারী মিঃ উজ্জ্বল জানান, দুপুরে আনোয়ার আহমেদ রবিন তার ব্যবসায়ী প্রতিষ্ঠান বসেছিল। এমন সময় ৬-৭ জন ব্যক্তি লাঠি সোটা নিয়ে তার উপর অতর্কিত হামলা করে গুরুতর জখম করে। প্রাণ বাঁচাতে এক পর্যায়ে রবিন তার দোকান ঘর থেকে দৌড়ে এসে আমার দোকানের মধ্যে ঢুকে পড়ে। হামলাকারীরা তার পিছন পিছন এসে অনধিকার প্রবেশ করে রবিনকে বেধড়ক পিটিয়ে বেহুশ করে ফেলে নির্বিঘ্নে চলে যায়। তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় বিবেচিত হাওয়ায় ভর্তি রাখা হয়েছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের বিচারের দাবিতে গাংনী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপনসহ ছাত্রলীগের নেতাকর্মীরা গাংনী বাসস্ট্যান্ডে বিক্ষোভ শুরু করলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। পরে পুলিশি তৎপরতায় উত্তেজনাকর পরিস্থিতি শান্ত হয়। তবে স্থানীয়দের ধারণা গতকাল রোববার (১০ এপ্রিল) গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ চত্বরে অনুষ্ঠিত গাংনী উপজেলা আওয়ামীলীগের কাউন্সিলকে কেন্দ্র করে সৃষ্ট হামলার ঘটনার জের ধরে এই অতর্কিত হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পরে গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গাংনী সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা মার্কেটে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তা গাংনী থানা পুলিশের তৎপরতায় বর্তমানে শান্ত রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।