মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামকে বিভক্ত করে ওয়ার্ড গঠন করার প্রতিবাদে মানববন্ধন করেছে আমঝুপি গ্রামবাসী। বৃহস্পতিবার দুপুরের দিকে প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন আমঝুপি ইউনিয়নের ওয়ার্ড বাস্তহারালীগের সভাপতি আব্দুল মতিন বাবলু।
এছাড়া সাবেক ইউপি সদস্য মোস্তাক রাজা, ছাত্রলীগ নেতা আরিফুর রহমানসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আমঝুপি ইউপিকে বিভক্ত করে আমঝুপি ও শ্যামপুর ইউপিতে বিভক্ত করা হয়। যেখানে আমঝুপি গ্রামকে ভাগ করলে প্রায় ৩টি ওয়ার্ড করা যাবে। কিন্তু আমঝুপি গ্রামকে ওয়ার্ড না করে এ গ্রামের কিছু অংশ নিয়ে অন্য গ্রামের সাথে যুক্ত করে ওয়ার্ড ঘোষণা করা হয়েছে। এতে ক্ষোভ বেড়েছে সাধারণ মানুষের মাঝে। সাধারণ মানুষের সুবিধার কথ বিবেচনা করে এ গ্রামকে একটি ওয়ার্ড ঘোষণার দাবি জানান বক্তারা।
আমঝুপি গ্রামকে বিভক্ত করে ওর্য়াড গঠন করার প্রতিবাদে মানববন্ধন
Total Page Visits: 720 - Today Page Visits: 2