softdeft

মেহেরপুর গাংনী উপজেলার ভিজিফের ৬৩ বস্তা চাউল উদ্ধার।

মেহেরপুর গাংনী উপজেলার ভিজিফের ৬৩ বস্তা চাউল উদ্ধার।

মেহেরপুর গাংনী উপজেলায় অভিযান চালিয়ে সরকারি খাদ্য গুদামের ভিজিএফের ৬৩ বস্তা চাউল উদ্ধার করেছেন উপজেলা প্রশাসন।
বুধবার সন্ধ্যায় গাংনী পৌর এলাকার চালপট্টি বাজারে চাল ব্যবসায়ী মোঃ হাফিজুর রহমান এর গুদাম থেকে ভিজিএফের (৬৩বস্তা) ৩মেট্রিক টন চাল উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সরকারি গোডাউনের চাল গুদামজাত করন করছে ব্যবসায়ী মোঃ হাফিজুর রহমান এরূপ সংবাদ পেয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা হাসান সাব্বির ঘটনাস্থল পরিদর্শন করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালত আশার সংবাদ পেয়ে দোকানদার হাফিজুর রহমান ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গাংনী উপজেলার সরকারি কমিশনার ভূমি নাজমুল আলম জানান খাদ্য গুদাম থেকে কালোবাজারে বিক্রি হওয়ার সরকারি চাল শহরের একটি গুদামের ভিজিএফের চাল গুদামজাত আছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অবৈধভাবে ভিজিএফের সরকারি চাল রাখার অপরাধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান। গোডাউনে স্বত্বাধিকারী হাফিজুর রহমান আমাদের জানান খাদ্য গুদামের অফিসার সাব্বির হাসান ভুয়া কাগজপত্র দেখিয়ে চাল বিক্রি করে।

Total Page Visits: 795 - Today Page Visits: 2