softdeft

ঈদ আনন্দ উপভোগ করতে নীল কুঠি ও মুজিবনগরে ছুটে আসছে হাজারো দর্শনার্থী।

ঈদ আনন্দ উপভোগ করতে নীল কুঠি ও মুজিবনগরে ছুটে আসছে হাজারো দর্শনার্থী।

করোনা ভাইরাসের কারণে বিভিন্ন ঐতিহাসিক স্থান সহ অনেক বিনোদন প্রতিষ্ঠান বন্ধ ছিল গত দু-বছর। এবছর ঈদের দিনেও ছিল ঝড় বৃষ্টির বাগড়া। ঈদের দিন থেকে মুজিবনগর কমপ্লেক্স ও আমঝুপি নীলকুঠিতে দর্শনার্থীদের যেন ঢল নেমেছে। আবহাওয়া ভালো থাকায় প্রিয়জনকে সাথে নিয়ে ঈদ আনন্দ উপভোগ করতে মুজিবনগরে ছুটে আসছে হাজারো দর্শনার্থী। মেহেরপুরের একমাত্র সরাকারি বিনোদন কেন্দ্র মুজিবনগর কমপ্লেক্সে দিনের শুরু থেকেই লোক সমাগম ছিল অনেক। বেলা বাড়ার সাথে সাথে দুর-দুরান্ত থেকেও আসছে ভ্রমন পিপাসু মানুষেরা। বিভিন্ন বয়সের নারী-পুরুষ ভিড় করছেন ঐতিহাসিক আম্রকাননে। মুক্তিযুদ্ধের সেক্টরভিত্তিক বাংলাদেশের মানচিত্র, স্মৃতিসৌধ, আম্রকানন, মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন ম্যুরাল, সরকারি শিশুপরিবার, শাপলা চত্বরসহ বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখছেন তারা। এছাড়াও ঐতিহাসিক আমঝুপি নীলকুঠিতেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
এদিকে দর্শনার্থীদের নিরাপত্তার জন্য কাজ করছে পুলিশ,টুরিষ্ট পুলিশ, আনসার সদস্য ও সাদা পোশাকের পুলিশ।

Total Page Visits: 1008 - Today Page Visits: 4