মেহেরপুর পৌরসভার নির্বাচন আগামী ১৫ জুন ২০২২। মেহেরপুর পৌরসভায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনকে৷
গত শুক্রবার তাকে দলীয় মনোনয়ন দেওয়ার পর সোমবার (১৫ মে), ঢাকা থেকে মনোনয়ন নিয়ে নিজ এলাকায় আসলে বিকেলে মেহেরপুরের আমঝুপি থেকে মোটরসাইকেলযোগে শোভাযাত্রা নিয়ে মেহেরপুর শহরে প্রবেশ করেন। এসময় মাহফুজুর রহমান রিটনকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।
শোভাযাত্রাটি মেহেরপুর শহর প্রদক্ষিন শেষে শহীদ শামসুজ্জোহা পার্ক চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রা পরবর্তীতে মেহেরপুর পৌর আওয়ামী লীগের সম্পাদক অ্যাড. খ ম ইমতিয়াজ হারুন জুয়েলের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মাহফুজুর রহমান রিটন কে সংবর্ধনা দেওয়া হয়।
মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশানের সঞ্চালনায় সমাবেশে পৌর বাসীর উদ্দেশ্য বক্তব্য রাখেন মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. মিয়াজান আলী, মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম রসুল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাহফুজুর রহমান রিটনের হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছেন। তাই আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মেহেরপুর পৌরসভার সকলে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করে মেহেরপুর পৌরসভাকে আওয়ামী লীগে সংগঠিত করি। তিনারা বলেন, প্রধানমন্ত্রী রিটনকে নৌকা দেননি মেহেরপুর পৌর বাসীকে নৌকা দিয়েছেন। নৌকা প্রতীককে বিজয়ী করে সে সম্মান রক্ষার দায়িত্ব আমাদের।
এসময় অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগানে এসময় মেহেরপুর শহর মুখরিত হয়ে ওঠে।