softdeft

ভারতে পাচারকালে ২২লাখ টাকার বিদেশি পাখি উদ্ধার: আটক ২

ভারতে পাচারকালে ২২লাখ টাকার বিদেশি পাখি উদ্ধার: আটক ২

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১০টি ম্যাকাও ও ৭০টি কেপ স্টারলিং পাখি জব্দ করেছে পুলিশ। পাচারের সাথে জড়িত মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের সারুল শেখ (৩৫) ও ইজিবাইকসহ চালক হাবিবুর রহমানকে (৩০) আটক করা হয়েছে।

মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল এর নেতৃত্ব অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার গোপালনগর যাত্রী ছাউনীর পাশ থেকে পাখিগুলো উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বন্যপ্রানী সংরক্ষণ আইনে বাসারুলকে ১ মাসে সশ্রম কারাদণ্ড ও ইজিবাইক চালক হাবিবুরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোপালনগর যাত্রী ছাউনির কাছ থেকে ৮০ টি বিদেশি পাখিসহ ২ জনকে আটক করা হয়েছে। ওই পাখির বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। পাখিগুলো বনবিভাগের মাধ্যমে গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রেরণ করা হয়েছে।

Total Page Visits: 747 - Today Page Visits: 6