সিরাজগঞ্জ প্রতিনিধি। ১৫ বছর বয়সী তরুণীর বাল্যবিবাহ রুখে দিয়েছেন সিরাজগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমতউল্লাহ। শনিবার গোপন সূত্রের ভিত্তিতে বাল্যবিবাহ হচ্ছে সংবাদ পেয়ে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের মোড় গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি)।জানা গেছে, বাল্যবিবাহের শিকার হতে যাওয়া অপ্রাপ্তবয়স্ক ‘কনে’ সপ্তম শ্রেণির শিক্ষার্থী। পিএসসি সনদে তার বয়স ১৫ বছর নিশ্চিত করা হয়। তার মাতা জয়নব এর নিকট থেকে ১৮ বছর বয়স হওয়ার পূর্বে বিয়ে দিবেন না মর্মে মুচলেকা নেয়া হয় এবং এসময় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর আওতায় ৪,৫০০/- (চার হাজার পাঁচশত টাকা) অর্থদন্ডে দন্ডিত করা হয়৷মোবাইল কোর্ট পরিচালনা করেন সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রহমত উল্লাহ।অভিযান পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের স্টাফগণ এবং সদর থানা পুলিশ।
সিরাজগঞ্জ সদর এসিল্যান্ড পন্ড করে দিলেন বাল্যবিবাহ
Total Page Visits: 972 - Today Page Visits: 3