মেহেরপুরের মুজিবনগরে ৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি মটরসাইকেল সহ পিন্টু আলি নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় অপর এক ব্যবসায়ী ইউনুস আলি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমার নির্দেশে মুজিবনগর থানাধীন রতনপুর আইসি ক্যাম্পের ইনচার্জ এস আই প্রহলাদ, এ এস আই দরবেশ ও সঙ্গীয় ফোর্স শনিবার ভোরে উপজেলার আনন্দবাস পশ্চিম পাড়ায় অভিযান পরিচালনা করে। এসময় আনন্দবাস গ্রামের পশ্চিম পাড়ার জনৈক শরিফুল ইসলামের রাইস মিল সংলগ্ন তিন রাস্তার মোড়ে হতে আনন্দবাস গ্রামের কাল্টা পাড়ার হায়দার আলীর ছেলে পিন্টু আলী(৩০)কে একটি ১২৫ সিসি টিভিএস স্ট্রাইকার মোটর সাইকেলসহ আটক করা হয়। এ সময় মোটরসাইকেলে থাকা আরেক মাদক ব্যবসায়ী একই গ্রামের আহসান মণ্ডলের ছেলে ইউনুস আলী (৪০)পালিয়ে যায়।এ সময়
মোটরসাইকেলে ঝুলিয়া রাখা বস্তার ভেতর হতে ৯৮ বোতল নিষিদ্ধ ভারতীয় মাদক ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান আটককৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে- ২০১৮ সালের মা: নি: আইনের ৩৬ সারনীর ১৪(গ)/৩৮ ধারায় মাদক মামলা দিয়ে কোর্টে প্রেরন করা হয়েছে এবং পলাতক মাদক ব্যাবসায়ীকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
মুজিবনগরে ৯৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক
Total Page Visits: 748 - Today Page Visits: 4