সুজন শাহ্, মেহেরপুর: ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধ পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন মেহেরপুর পৌরসভার নব-নির্বাচিত পরিষদ। আজ শনিবার (২ জুলাই) দুপুরের দিকে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে পৌরসভার সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলরগন মুজিবনগর স্মৃতি শৌধে পুস্পমাল্য অর্পণ করেন । পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মীর জাহাঙ্গীর আলম,২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আল মামুন, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আবু আব্দুল্লাহ, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহিম, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমেদ ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহিনুর রহমান রিটন, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মঞ্জুরুল কবীর রিপন, এবং ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা ডলার সংরক্ষিত নারী কাউন্সিলর দিল আফরোজ, শারমিনা পারভীন এবং রোকসানা কামাল রুনু সাথে ছিলেন।
স্মৃতিসৌধ পুষ্পমাল্য অর্পণ শেষে মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। আমি জনগণের ভোটে ২য় বারের মতো নির্বাচিত হয়েছি। মানুষ আমাকে ভালোবেসে দল মত নির্বিশেষে ভোট দিয়েছে। এখন সময় এসেছে তাদের পাশে দাঁড়ানোর। নির্বাচনী ইশতহার গুলো যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা হবে। তাছাড়া গত ৫ বছরের মধ্যে করোনা কালীন সময়ে মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। সরকারের দেওয়া সকল অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছি। আগামীতে সেসকল অবকাঠামো কাজ বাকি আছে সেগুলো বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য, ১৫ জুন মেহেরপুর পৌরসভা নির্বাচনে মাহফুজুর রহমান রিটন মেয়র পদে দ্বিতীয়বারের মত মেয়র র্নির্বাচিত হন। ১ জুলাই দ্বিতীয়বারের মতো মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন।