softdeft

মেহেরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী পালন

মেহেরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী পালন

মেহেরপুর প্রতিনিধি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ” জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২২” এর উদ্ধোধন করেন। এরই ধারাবাহিকতায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালক নির্দেশনা অনুযায়ী একযোগে সারা বাংলাদেশে বৃক্ষরোপণ অভিযান -২০২২ কর্মসূচী পালন করা হয়।বুধবার দুপুরে মেহেরপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয় চত্বরে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী গ্রহন করা হয়। জেলা কমান্ড্যান্ট মো: সাহাদাত হোসেন উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

জেলা কমান্ড্যান্ট সাহাদাত হোসেন বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন দেশের মোট আয়তনের ২৫ শতাংশ বনভূমি রূপান্তরিত করতে হবে। প্রধানমন্ত্রীর এ উদ্দেশ্য সফল করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেশব্যাপী বৃক্ষরোপন অভিযান শুরু করেছে।

তিনি আরও বলেন, মহাপরিচালকের নির্দেশনায় প্রতি জেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব জায়গায়, ক্লাব-সমিতির প্রাঙ্গন এবং সরকারি রাস্তার দু’পাশে গাছের চারা রোপন করতে হবে।

এসময় সার্কেল এডজুটেন্ট আল-মামুনসহ জেলা ও উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তা কর্মচারী উক্ত বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রন করেন।

Total Page Visits: 232 - Today Page Visits: 2