softdeft

বৈদেশিক কর্মসংস্থান আইনে মেহেরপুরে এক ব্যক্তির সশ্রম কারাদন্ড।

বৈদেশিক কর্মসংস্থান আইনে মেহেরপুরে এক ব্যক্তির সশ্রম কারাদন্ড।

মেহেরপুর প্রতিনিধি। বৈদেশিক কর্মসংস্থান আইনে এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন মেহেরপুর জেলা আদালত। কারাদন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের মোঃ ইয়াছিন মিয়ার ছেলে মোঃ নাহিদ হোসেন।

মামলা সুত্রে জানা যায়, জিল্লুর রহমান টুকু সহ মামলার বাদী মোঃ উজ্জলকে সৌদী আরবে জেসমিন কোং তে এয়ারপোর্ট ক্লিনার পদে চাকুরী নিয়ে দেবে বলে ২০১৯ সালে জনপ্রতি চার লক্ষ টাকা করে মোট আট লক্ষ টাকা গ্রহন করে এই আসামী নাহিদ। টাকা গ্রহণের পর সৌদীতে পাঠিয়ে তার প্রতিশ্রুতি অনুযায়ী চাকুরী নিয়ে দেয় না। মামলার বাদীসহ জনৈক জিল্লুর রহমান জাল ভীসার কারণে সৌদীতে আটকা পড়ে জেল খাটেন। তারা যেকোন ভাবে দেশে ফিরে এসে জিল্লুর রহমান সহ এই মামলার বাদী, আসামীকে বিষয়টি জানায়। আসামী বাদীর কথায় সন্তোষজনক কোন উত্তর দেয় না। ফলে বিচার দাবী করে আসামীর বিরুদ্ধে এই বাদী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে বৈদেশিক কর্মসংস্থান আইন ৩১(খ)/৩২/৩৩/৩৪/৩৫/৩৬ ধারায় একটি মামলা দায়ের করেন যার নং সি আর ৩৪/২০২১। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে আসামীর বিরুদ্ধে বৈদেশিক কর্মসংস্থান আইন ৩১(খ) ধারায় অভিযোগ গঠন করেন।
মামলায় মোট ৪জন স্বাক্ষীর স্বাক্ষর গ্রহণ করেন। মামলার স্বাক্ষীদের বক্তব্য এবং সকল কাগজাদী পর্যালোচনা শেষে আসামী মোঃ নাহিদ হোসেন দোষী প্রমাণিত হওয়ায় বৈদেশিক কর্মসংস্থান আইন ৩১(খ) ধারায় তাকে তিন বছর সশ্রম কারাদন্ড তিন লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারদন্ডে দন্ডিত করেন আদালত।
রোববার দুপুরের দিকে এক জনাকির্ণ আদালতে এ রায় দেন আদালতটির বিজ্ঞ বিচারক জনাব মোঃ তরিকুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালত, মেহেরপুর।

এই আসামীর বিরুদ্ধে একই অপরাধে একাধিক মামলা আছে বলে আদালত সুত্রে জানা যায়।
এমামলায় বাদীপক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ এ্যাডভোকেট জনাব খন্দকার আব্দুল মতিন ও আসামী পক্ষে বিজ্ঞ এ্যাডভোকেট জনাব নিয়ামুল হক খান।
বিকেলে পুলিশ প্রহরায় আসামীকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।

Total Page Visits: 740 - Today Page Visits: 3