softdeft

জেলাহত্যা দিবসে মেহেরপুর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জেলাহত্যা দিবসে মেহেরপুর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কলঙ্কময় জেলা হত্যা দিবসে মেহেরপুর আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর হল রুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড মিয়াজান আলী , এড ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক এমএ খালেক, সাবেক ছাত্রনেতা ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এড আব্দুস সালাম,জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৌরভ হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল,
সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম আনু,
শহর যুবলীগের সাধারণ সম্পাদক তৈহিদুল ইসলাম, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহজামান, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ,
মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শোভন সরকার, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন প্রমুখ।

সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক মকলেছুর রহমান খোকন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বোরহান উদ্দিন চুন্নু,
শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী, আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন,
জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাশেম আলীসহ আওয়ামীলীগ, যুবলীগ, যুব মহিলালীগ, সেচ্চাসেবকলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন,
বাঙালি জাতির ইতিহাসে আরেকটি কলঙ্কিত অধ্যায় জেল হত্যা দিবস। ১৯৭৫ সালের ৩রা নভেম্বর স্বাধীনতা বিরোধীরা নির্মমভাবে হত্যা করে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বর্বরোচিতভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। এর কিছুদিন পরই বঙ্গবন্ধুর আজীবন রাজনৈতিক সহচর, বঙ্গবন্ধুর অবর্তমানে যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন সেই জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা।
ইতিহাসের জঘন্য ও বর্বর নিকৃষ্ট হত্যা যজ্ঞের এই দিনটি জেল হত্যা দিবস।

Total Page Visits: 300 - Today Page Visits: 6