softdeft

পাটকেলপোতা গ্রামে ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে

পাটকেলপোতা গ্রামে ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে

 

মেহেরপুর সদর উপজেলার পাটকেলপোতা গ্রামে ৭ম শ্রেণীর এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে মিলন (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে এবং ভুক্তভোগীকে রেখেছেন থানা হেফাজতে।
গতকাল বিকালে পাটকেলপোতা গ্রামে একটি লিচু বাগানে এঘটনা ঘটে।
জানা গেছে, শিশুটি পাটকেলপোতা গ্রামের একটি লিচু বাগানে খড়ি কুড়াতে গেলে ঐ গ্রামের মহাসিন আলীর ছেলে মিলন (৪০) এধরনের নিকৃষ্টতম কাজ করে। শিশুটি লিচু বাগানে খড়ি কুড়াতে গেলে তাকে গামছা দিয়ে মুখ বেধে বলাৎকার করে। এছাড়াও শিশু টি বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। শিশুটি বাড়িতে যেয়ে কান্নাকাটি শুরু করে। পরে তার পিতামাতা তাকে জিজ্ঞেস করলে সে বিস্তারিত জানায়।
এ বিষয় নিয়ে সন্ধ্যায় এলাকার কিছু মাতব্বরের মাধ্যমে ২০ হাজার টাকা দিয়ে মীমাংসা করার চেষ্টা করে।
ভুক্তভোগীর জানান, সোমবার বিকালে পাটকেল পোতা গ্রামের মধুর লিচু বাগানে মিলনা ওই
ছেলেটির মুখ গামছা দিয়ে বেধে জোরপূর্বক বলাৎকার করে। পরে শিশুটি তার পরিবারকে জানালে শিশুটির পিতা বারাদি পুলিশ ক্যাম্পকে জানায়। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মিলনকে আটক করে সদর থানায় হস্তান্তর করে।
মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী গতকাল শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত মিলনকে গ্রেফতার করা হয়েছে।

Total Page Visits: 205 - Today Page Visits: 2