মেহেরপুর গাংনী চেংগাড়া গ্রামে বাড়ির উঠানে আগুন তাপানোর সময় অগ্নিদগ্ধ হয়ে জামেলা খাতুন (৮০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত জামেলা খাতুন উপজেলার চেংগাড়া গ্রামের বনর উদ্দিনের স্ত্রী।
জানা গেছে, কয়েক দিন ধরে প্রচন্ড শীত পড়ার কারণে জন জীবন দুর্ভোগ পোহাতে হচ্ছে নিন্ম আয়ের মানুষদের। গাংনী উপজেলার চেংগাড়া গ্রামে জামেলা খাতুনের বাড়ির উঠানের উপর আগুন ধরিয়ে সাজ পোয়ানোর এক পর্যায়ে বৃদ্ধা জামিলা খাতুনের শাড়ির আঁচলে আগুন লেগে যায়। তাৎক্ষণাত বৃদ্ধার নিকট আত্মীয় এবং স্থানীয় প্রতিবেশীরা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে দ্রুত রোগীকে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে রেফার্ড করে। কুষ্টিয়া মেডিকেলে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় অগ্নিদগ্ধ জামিলা খাতুন মৃত্যুবরণ করেন।
এবিষয়ে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাটি শুনেছি। মৃত জামিলার খাতুনের মৃত দেহ হাসপাতাল থেকে বাসায় নিয়ে এসেছে। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।