মেহেরপুর জেনারেল হাসপাতালে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে সিভিল সার্জন কার্যালয়ে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। সভায়
সভাপতিত্ব মেহেরপুর জেনারেল হাসপাতালে সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী।
ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা.ইনজামামুল হক ।
এসময় সিভিল সার্জন ডা জওয়াহেরুল আনাম সিদ্দিকী বলেন, ভিটামিন ‘এশুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে তাই নয়, ভিটামিন ‘এ ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়।
বাংলাদেশে ভিটামিন ‘এ’ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বছরে দুইবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন করা হয়।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মধ্যে ভিটামিন ‘এ’-এর অভাবজনিত রাতকানা রোগের প্রাদূর্ভাব এক শতাংশের নীচে কমিয়ে আনা এবং তা অব্যাহত রাখা । ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করে। তিনি আরো বলেন,
সেক্ষেত্রে ৯০ শতাংশ-এর বেশী শিশু, যাদের বয়স ১২-৫৯ মাস, প্রতি ছয় মাস অন্তর বছরে দুইবার লাল রঙের ভিটামিন ‘এ’ (দুই লক্ষ আই ইউ) ক্যাপসুল পাবে এবং যাদের বয়স ৬-১১ মাস, প্রতি ছয় মাস অন্তর বছরে একবার নীল রঙের ভিটামিন ‘এ’ (এক লক্ষ আই ইউ) ক্যাপসুল পাবে।
এবার জাতীয় ভিটামিন এ ক্যাপসুল
আগামী ২০ ফেব্রুয়ারি মেহেরপুর জেলায়
৪৭৫ কেন্দ্রে ৭০ হাজার ৫শত ১৯ জন শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
মেহেরপুরে ৭০ হাজার ৫১৯ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে – সিভিল সার্জন
Total Page Visits: 189 - Today Page Visits: 4