softdeft

সুনামগঞ্জ বিজিবির অভিযানে ২৬ লক্ষ টাকার অবৈধ পন্য জব্দ

সুনামগঞ্জ বিজিবির অভিযানে ২৬ লক্ষ টাকার অবৈধ পন্য জব্দ

সুনামগঞ্জের সীমান্তে অভিযানে
প্রায় ষোল লক্ষ টাকার ভারতীয় পাথর, চিনি, কয়লা, সুপারি, বিড়ি, ইঞ্জিনসহ ট্রলি এবং পিকআপ জব্দ করেছে ২৮- বিজিবি টিম।

জানা যায় গত ১৪ ফেব্রুয়ারী বাঁশতলা বিওপির টহল দল সীমান্ত পিলার ১২৩২/১-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, অবৈধভাবে ভারতে প্রবেশ করে পাথর সংগ্রহের দায়ে দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের শহিদ মিনার নামক স্থান হতে ৩০ ঘনফুট ভারতীয় পাথর এবং ০১টি ইঞ্জিনসহ ট্রলি জব্দ করে।

লাউরগড় বিওপির টহল দল সীমান্ত মেইন পিলার ১২০৩ এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের বারেকটিলা নামক স্থান হতে ৪৩ কেজি ভারতীয় চিনি জব্দ করে।

লাউরগড় বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০৩/১-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ১,৫০০ কেজি ভারতীয় কয়লা জব্দ করে।

পেকপাড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ১২২৯/৪-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের মোকামছড়া নামক স্থান হতে ৯৭০ পিস ভারতীয় সুপারি এবং ৬২৫ পিস বিড়ি জব্দ করে।

গত ১৫ ফেব্রুয়ারী নারায়নতলা বিওপির টহল দল সীমান্ত পিলার ১২১৩/৭-এস এর নিকট হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, অবৈধভাবে ভারতে প্রবেশ করে পাথর সংগ্রহের দায়ে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাংগীর নগর ইউনিয়নে কামারভিটা নামক স্থান হতে ৬০ ঘনফুট ভারতীয় পাথর এবং ০১টি পিকআপ জব্দ করে।

লাউরগড় বিওপির টহল দল সীমান্ত মেইন পিলার ১২০৩ এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের বারেকটিলা নামক স্থান হতে ৭,০০০ পিস ভারতীয় বিড়ি জব্দ করে

এবং চাঁনপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০২/৫-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৪নং বড়দল ইউনিয়নের বারেকটিলা নামক স্থান হতে ১,০৫,০০০ পিস ভারতীয় বিড়ি জব্দ করে।

জব্দকৃত এসব পন্যের সর্বমোট মূল্য-১৫ লক্ষ ৯০ হাজার ৩৮৭ টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮- বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান জানান, আটককৃত ভারতীয় পাথর, চিনি, কয়লা, সুপারি, বিড়ি, ইঞ্জিনসহ ট্রলি এবং পিকআপ শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Total Page Visits: 744 - Today Page Visits: 2