মুজিবনগর প্রতিনিধিঃ মেহেরপুর মুজিবনগর আশা ব্যাংকের ব্যবস্থাপকের বাসভবনের দুঃসাহসিক চুরির কয়েক ঘন্টা ব্যবধানে পুলিশের অভিযান। চুরি হওয়ার ৬ ঘন্টা পর টাকা উদ্ধার। ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে মুজিবনগর থানা পুলিশ সাম্মু (১৮), রুবেল (২১) এবং মারুফ (২১) কে আটক করেন। আটক সাম্মু মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের আনারুলের ছেলে। রুবেল একই গ্রামের হিসাব আলী এবং মারুফ (২১) মৃত আনারুলের ছেলে। জানা গেছে বৃহস্পতিবার বিকালের দিকে সঙ্ঘবদ্ধ চোর মেহেরপুর মুজিবনগর আশা ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আক্তারুজ্জামানের অনুপস্থিতিতে মুজিবনগর কমপ্লেক্স এর সামনে তার ভাড়া বাড়িতে প্রবেশ করে ঘরের মধ্যে আলমারিতে রাখা নগদ ৫ লক্ষ ৬৩ হাজার ৫শ টাকা চুরি করে পালিয়ে যায়। চোর পালিয়ে যাওয়ার সময় আক্তারুজ্জামানের ছেলে সালমান সাকিব সাম্মু কে চিনতে পারে।
পরে চুরির বিষয়টি মুজিবনগর থানা পুলিশকে অবহিত করলে আক্তারুজ্জামানের ছেলে সালমান সাকিবের দেওয়া তথ্যের সূত্র ধরে পুলিশ রাতে অভিযান শুরু করে। অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেনের নেতৃত্বে মুজিবনগর থানা পুলিশ এবং মেহেরপুর ডিবি’র সদস্যেরা অভিযান শুরু করেন। অভিযানের একপর্যায়ে রামনগর গ্রামের সাম্মুর ঘর থেকে ২ লক্ষ ৫শ টাকা। রুবেলের ঘর থেকে ১ লক্ষ ৭৮ হাজার টাকা এবং মারুফের ঘর থেকে ১ লক্ষ ৮৫ হাজার টাকাসহ চুরি যাওয়া মোট ৫ লক্ষ ৬৩ হাজার ৫ শ টাকা উদ্ধার করে। এসময় এবং চুরির কাজে ব্যবহারিত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।