দিনে দুপুরে দিবালোকে দেড় বিঘা জমিতে লাগানো পেঁপে গাছ কেটে তসরুপ করেছে প্রতিপক্ষরা। বুধবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া পাঁচ চারার মাঠে পেঁপে গাছ কেটে তছরুপ করা হয়।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে আব্দুল লতিফ তার শরীকআনা প্রায় দেড় বিঘা জমিতে ৭-৮ মাস পূর্বে পেঁপের চারা রোপন করেন। প্রতিটি গাছে থরে থরে পেঁপে এসেছিল। পেঁপে লাগানো ওই জমি নিয়ে একটি মামলা বিচারাধীন রয়েছে। এদিকে ওই জমি নিজেদের দাবী করে একই গ্রামের তোফাজ মালিথা ছেলে তোবারক হোসেন তুহিনের নেতৃত্বে তার লোকজন সকালের দিকে ওই জমিতে প্রবেশ করে দেড় বিঘা জমিতে লাগানোর সমস্ত পেঁপে গাছ কেটে তছরুপ করে।
ঘটনার পরপরই আব্দুল লতিফ তার পেঁপের জমিতে প্রবেশ করলে তোবারক হোসেন তুহিন তাকে মারার জন্য ছুটে আসেন। এ সময় মাঠে উপস্থিত লোকজন তুহিনকে নিবৃত করেন।
কুতুবপুর ইউপি সদস্য রাজন মালিথা জানান, ঐ জমি নিয়ে অনেক দিন ধরে ঝামেলা চলছে। উভয় পক্ষ একজন আরেকজনের আত্মীয়। নিজের মধ্যে জমি জমা নিয়ে বিরোধ। বিষয়টি বসে সমাধান করতে পারতো। ফসলের ক্ষেত নষ্ট করা ঠিক হয়নি।
খবর পেয়ে সদর উপজেলার বৈকন্ঠপুর পুলিশ ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।