softdeft

মেহেরপুরে জমি দখল কেন্দ্র করে শিক্ষকসহ দু’পক্ষের আহত-২০

মেহেরপুরে জমি দখল কেন্দ্র করে শিক্ষকসহ দু’পক্ষের আহত-২০

মেহেরপুরের গাংনীতে জমি দখল কেন্দ্র করে শিক্ষকসহ দু’পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর গাংনী উপজেলা শিক্ষক কল্যাণ ও কর্মচারী সমিতির জমি দখল কে কেন্দ্র করে শিক্ষকসহ দুপক্ষের বাপক সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
গাংনী পৌর এলাকার বাঁশবাড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শিক্ষক সমিতির সভাপতি গাংনী মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ আফজাল হোসেন সহ ২০ জন মারাত্মক আহত হয়।

স্থানীয়রা জানান,গাংনী উপজেলা বাঁশবাড়িয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে কুতুব উদ্দিন ১৫’৭৫ শতক জমি ভোগ দখল করে আসছিলো। জমিটি নিয়ে শিক্ষক কল্যাণ ও কর্মচারী সমিতির সাথে মেহেরপুর আদালতে মামলা চলমান । মামলা নম্বর দে:১৬০/২০২৩।
আদালত শান্তি-শৃংখলা বজায় রাখার জন্য ১৪৫ ধার জারি করে ।
আজ মঙ্গলবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ১৪৫ ধার ভঙ্গ করে জমিটি দখল করতে গেলে কুতুব উদ্দিন এর লোকজনের সাথে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন মারাত্মক আহত হয়।

এ ঘটনার সংবাদ পেয়ে গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক , গাংনী পৌর সভার মেয়র মোঃ আহম্মেদ আলী, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুর রাজ্জাক ঘটনা স্থলে উপস্থিত হয়ে দুপক্ষের মধ্যে মীমাংসা করে দিবার আশ্বাস দেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, দু’পক্ষের উত্তেজনা বিরাজ করছে। ঘটনার স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Total Page Visits: 715 - Today Page Visits: 3