softdeft

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সহযোগীয়তায় শিশুরা পেলো পুষ্টি খাবার গুড়ো দুধ

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সহযোগীয়তায় শিশুরা পেলো পুষ্টি খাবার গুড়ো দুধ

মেহেরপুর প্রতিনিধি ॥ করোনা ভাইরাসের কারণে মেহেরপুরের নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এসময় তাদের খাদ্য সংকট দূর করতে বিভিন্ন সংগঠন বা ব্যক্তির উদ্যোগে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য সরবরাহ করলেও শিশুদের পুষ্টি সংকট নিরসনে কেউ কোনো খাবার সরবরাহ করেননি। এমতাবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন এমপির সহযোগীতায় শিশু ও তাদের মায়েদের পুষ্টির যোগান দিতে বিনা মূল্যে দুধ বিতরন করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় শিশু ও মায়েদের তালিকা করে নেতাকর্মীদের সহযোগীতায় নিম্ন আয়ের এসব পরিবার ও তাদের শিশু সন্তানদের মাঝে বিনামূল্যে গুড়োদুধ বিতরন করছেন। কারণ দুধে অন্যান্য খাদ্যের চেয়ে সবচেয়ে বেশি পুষ্টি উপাদান বিদ্যমান। বৃহস্পতিবার সকালে কুতুবপুর ইউনিয়নের কালিগাংনী, শ্যামপুরসহ বিভিন্ন গ্রামের ৩০০টি পরিবারের মাঝে গুড়োদুধ বিতরন করা হয়েছে। এসময় কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবুল আক্তার ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে নিম্ন আয়ের এসব পরিবার ও তাদের শিশু সন্তানদের মাঝে বিনামূল্যে গুড়োদুধ বিতরন করেন।
স্থানীয় গৃহবধু সালমা খাতুন জানান, আমার স্বামী একজন দিনমজুর। আমরা দিন আনি দিন খাই। প্রায় এক মাস ধরে আমার স্বামী কর্মহীন। সরকার ও বিভিন্ন সংগঠনের লোকজন কয়েকদিন চাল-ডাল-পিয়াজ-তেল দিলে আমরা খেয়ে কোনো রকমে দিন কাটালেও আমাদের ছয় মাসের শিশুর খাদ্যের জন্য দুধের খুব অভাব চলছিল। অনেকের কাছে ধার-দেনা করে কয়েকদিন তার দুধের ব্যবস্থা করেছি। বিনা মূল্যে দুধ পেয়ে এখন আমার বাচ্চাকে বেশ কয়েকদিন খাওয়াতে পারব।
এসময় ইউনিয়নের সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Total Page Visits: 627 - Today Page Visits: 7