জাতীয়বাদি আইনজীবী ফোরাম প্যানেলের
সভাপতি পদে ৮৫ ভোটে বিজয়ী হয়েছেন এড মারুফ আহাম্মদ (বিজন)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তফা পেয়েছেন ৪১ ভোট। সহ-সভাপতি রফিকুল ইসলাম পেয়েছেন ৬৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম পেয়েছেন ৫৩ ভোট।
সাধারণ সম্পাদক এ এস এম সাইদুর রাজ্জাক পেয়েছেন ৮২ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুল হুদা পেয়েছেন ৪৪ ভোট। যুগ্ম সম্পাদক শাহরিয়ার মাহমুদ (শাওন) পেয়েছেন ৬৪ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এহান উদ্দীন মনা পেয়েছেন ৫৯ ভোট।
কোষাধ্যক্ষ রোকেয়া খাতুন পেয়েছেন ৬৩ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম (সাহেব) পেয়েছেন ৬১ ভোট। পাঠাগার ও সংস্কৃতিক সম্পাদক নাগিব মাহফুজ জুয়েল পেয়েছেন ৬৪ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিউল আযম খান বকুল পেয়েছেন ৫৮ ভোট। সিনিয়র সদস্য মখলেছুর রহমান খান (স্বপন) পেয়েছেন ৭২ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল হাসেম পেয়েছেন ৪৯ ভোট। সদস্য পদে বিজয়ী হয়েছেন আ. ন. ম আল মামুন-অনল ৭৪ ভোট, তারিক আহমেদ ৬২ ভোট। অন্য সদস্যরা হলেন এস এম আমানুল্লাহ আল আমান ৫৩ ভোট এবং সাব্বির হোসেন শিশির ৬০ ভোট ।
এদিকে শুক্রবার সকাল ৯ টার সময় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৩ টার সময় ভোট গ্রহণ শেষ হয়।
জেলা আইনজীবী সমিতির নির্বাচন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দুটি প্যানেলে ভোট প্রতিযোগিতা শুরু হয়।
এছাড়াও ৯ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৮ জন প্রার্থী। নির্বাচনে দুটি বুথে ১২৬ জন ভোটার ভোট প্রদান করেন। সর্বমোট ভোটার ১৪১ জন।
নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এড বিমল কুমার বিশ্বাস, সহকারী নির্বাচন কমিশনার এড শফিউদ্দিন এবং এড সুজন কুমার মন্ডল।
মেহেরপুর আইনজীবী সভাপতি এ্যাড. বিজন ও সাধারণ সম্পাদক এ্যাড. রাজ্জাক
Total Page Visits: 399 - Today Page Visits: 4