২০২৩-২৪অর্থ বছওে খরিপ-০১মৌসুমে আউশ উফশী ও গ্রীস্মকালীন পেঁয়াজ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের শুভ উদ্ভোধন করেছে মুজিবনগর কৃষি অফিস। প্রদর্শনী ৩হাজার ৫শত আউশ প্রণোদনা কৃষকের মাঝে ৫কেজি বীজ, ১০কেজি ড্রাপ, ১০কেজি এম.ও.পি এবং ১হাজার ১শত গ্রীস্মকালীন পেঁয়াজ প্রদর্শনী ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে ২০কেজি ড্রাপ, ২০কেজি এম.ও.পি এবং ১কেজি করে পেঁয়াজ বীজ ও ২শত টাকা বালাই নাশক জনপ্রতি কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া কম্বাইন হারভেষ্টার ৪টি ও ভুট্রা মাড়াই যন্ত্র ১টি বিতারণ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে মুজিবনগর উপজেলা কৃষি অফিস চত্ত¡রে উপজেলা নির্বাহী অফিসার মো: খাইরুল ইসলাম সভাপতিত্বে ওই সময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) নাজমুস সাদাত রতœ, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ আমাম হোসেন মিলু, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান বিএম জাহিদ হাসান রাজিব, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন, উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাশরুবা আলমসহ এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার, উপসহকারী কৃষি অফিসার বৃন্দ।
মুজিবনগরে প্রদশনী ভুক্ত কৃষকদের মাঝে কৃষি উপকরন বিতারন
Total Page Visits: 567 - Today Page Visits: 4