softdeft

মেহেরপুর জেলার ৫ রোভারের ২৭তম মৃত্যু বার্ষিকী পালন

মেহেরপুর জেলার ৫ রোভারের ২৭তম মৃত্যু বার্ষিকী পালন

প্রতি বছরের ন্যায় এ বছরেও আজ পালন করা হচ্ছে শোকাবহ দিবস। ২৩ শে অক্টোবর মেহেরপুর সহ বাংলাদেশের রোভার স্কাউট সদস্যদের কাছে একটি শোকাবহ দিন । এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সমগ্র বাংলাদেশের রোভারদের জন্য শোকাবহ হয়ে ওঠে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় তৎকালীন মেহেরপুর সরকারি কলেজের শরীর চর্চা শিক্ষক ও রোভার লিডার রমজান আলী, মুজিবনগর কলেজের রোভার ইউনিট লিডার আনোয়ার স্যারসহ অনেকেই আহত হয় তার মধ্যে সবচেয়ে বেশি গুরুতর আহত হয় মেহেরপুর সরকারি কলেজের রোভার ফারুক হোসেন।

ঘটনাস্থলে নিহত হন রোভার মোঃ মাসুম হোসেন, রোভার মোঃ মনিরুল ইসলাম, রোভার মাহফুজুর রহমান মাহফুজ, রোভার জাভেদ ওসমান, পিএস ও রোভার এস এম আমিনুল ইসলাম।

মেহেরপুর জেলা রোভারের পক্ষ থেকে এই দিবসে বিভিন্ন কর্মসুচী পালন করা হয়েছে। সকল ৭ টায় পৌর কবরস্থানে শহীদ পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। সকাল ৭.৩০ টায় কবি নজরুল শিক্ষা মঞ্জিলে অবস্থিত শহীদ রোভারদের স্বরণে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করা হয়। এছাড়া বাদ আসর সরকারী কলেজ জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

কর্মসুচীতে উপস্থিত ছিলেন জেলা রোভারের সহ-সভাপতি নুরুল আহমেদ, সম্পাদক ফররুখ আহমেদ, কোষাধ্যক্ষ রফিকুল আলম বকুল, যুন্ম সম্পাদক আলমগীর হোসেন, সহকারী কমিশনার জাহির হোসেন চঞ্চল, গাংনী সরকারী ডিগ্রী কলেজের ইউনিট লিডার আসাদুজ্জামান, সেই সময়ের সবচেয়ে আহত রেভার ফারুক হোসেন, খুলনা বিভাগীয় রোভার মেট প্রতিনিধি অনিক ইসলাম, শহীদ রোভার মনিরুলের পিতা শহিদুল ইসলাম, শহীদ রোভার মাসুমের ভগ্নিপতি লিটন,শহীদ রোভার জাভেদ ওসমানের ভাই রাসেদ ওসমানসহ শহীদ পরিবারের সদস্য ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভাররা উপস্থিত ছিলেন।

আহত রোভার ফারুক হোসেন বলেন, বাংলাদেশ রোভার অঞ্চলের সম্মানিত স্যাররা সবসময় আমার সমস্ত দায়িত্ব নিয়ে আমার পাশে থেকে সহযোগিতা করেছেন। আমি আল্লাহর অশেষ রহমতে সকল প্রতিবন্ধকতাকে জয় করে লেখাপড়া সম্পন্ন করেছি। তিনি আরও বলেন, স্কাউটস আমার প্রাণ, আমার বাঁচার অনুপ্রেরণা। ফারুক হোসেন বর্তমানে কাব শাখায় এএলটু সম্পন্নকারী।

এ দিবসে জেলা রোভারের সম্পাদক ও ছহিউদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফররুখ আহমদ বলেন, ১৯৯৭ সালের ২৩ অক্টোবর সপ্তম এশিয়া প্যাসিফিকে যাওয়া মৃত্যু দিবসে তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং সেই সাথে বিপির যে আদর্শ “পৃথিবীকে যেমন পেয়েছো তার চাইতে সুন্দর করে রেখে যেতে চেষ্টা করবে” সেই প্রত্যয়কে বুকে ধারণ করে আজকের যুবসমাজ দেশকে আগামীর পথে এগিয়ে নেবে। তিনি জানান, বাংলাদেশ স্কাউটস এর রোভার অঞ্চল সবসময় শহীদ রোভার পরিবারের সদস্যদের পাশে থাকবে।

মেহেরপুর জেলা রোভারের সহসভাপতি নুরুল আহমেদ বলেন, ২৩ শে অক্টোবর মেহেরপুর তথা রোভার স্কাউটসদের জন্য অত্যন্ত শোকাবহ দিন। প্রতিবছর এই দিন আসলে স্বরণ করিয়ে দেয় মেহেরপুর জেলার পাঁচজন শহীদ রোভারের নাম যারা ১৯৯৭ সালের এই দিনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিল। আজ যদি রোভার সদস্যরা বেঁচে থাকতো তবে দেশের কল্যাণে তারা কাজ করতো। তিনি সড়ক দুর্ঘটনায় নিহত রোভার সদস্যদের জন্য দোয়া ও তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Total Page Visits: 248 - Today Page Visits: 4