মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের গাঁড়াডোবে জেলা ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাবেক সম্পাদক আনোয়ার হোসেনের ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে গাংনীর গাঁড়াডোব বিএনপির কার্যালয়ে এক হাজার অসহায়দের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রিন্স আহমেদ ইমরান।
এ সময় ধানখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান, মেহেরপুর জেলা ছাত্রদলের সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাবেক সম্পাদক আনোয়ার হোসেন, ইউপি সদস্য ফিরোজ আহমেদ সহ বিএনপি’র বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন।
(Visited 17 times, 1 visits today)
Total Page Visits: 96 - Today Page Visits: 5