softdeft

দীর্ঘ ১৬ বছর পর গাংনীর রাইপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল, নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা

দীর্ঘ ১৬ বছর পর গাংনীর রাইপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল, নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা

নাছিম হাসান, মেহেরপুর

দীর্ঘ ১৬ বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনা ও আড়ম্বর পরিবেশে মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন বিএনপির গণতান্ত্রিক প্রক্রিয়ায় দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে রাইপুর ইউনিয়নের কেএবি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি পদে ৪৫৯ জন ভোটার নেতা নির্বাচনে তাদের ভোট প্রদান করেন।
ইউনিয়ন বিএনপির কাউন্সিলে সভাপতি পদে রবিউল ইসলাম, হাফিজুর রহমান ও হাসিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে খলিলুর রহমান ও জাফর আলী প্রতিদ্বদ্বীতা করছেন।
কাউন্সিলের পূর্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন।
কাউন্সিল আহবায়ক কমিটির সদস্য আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, যুগ্ম আহবায়ক প্রফেসর ফয়েজ মোহাম্মদ, আহবায়ক কমিটির সদস্য আলমগীর খান সাতু, আমিরুল ইসলাম, কাজী মিজান মেনন, গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, আখেরুজ্জামান, আলফাজ উদ্দীন কালু, গাংনী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও গাংনী পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ইনসারুল হক ইনসু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউছার আলী, প্রমুখ, গাংনী উপজেলা ।
জনসভা পরিচালনা করেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দাল হক। এসময় স্থানীয় নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে।
এদিকে গণতান্ত্রিক পন্থায় নেতা নির্বাচনের এই প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
আগামিকাল সোমবার (২১ এপ্রিল) গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে।
জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন বলেন, দেশব্যাপি তৃণমূল স্তরের মেয়াদাত্তীর্ণ কমিটি সমূহ পূর্ণগঠন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রাথমিকভাবে গাংনী উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌর সাংগাঠনিক ইউনিটের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। স্বচ্ছ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এসব ইউনিট কমিটিগুলোর নেতা নির্বাচন করা হবে। এলক্ষে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সমন্বয়ে কাউন্সিল আয়োজন কমিটি করা হয়েছে।

(Visited 5 times, 1 visits today)
Total Page Visits: 92 - Today Page Visits: 7