মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর সদর উপজেলা শিশিরপাড়া গ্রামে জমি বিক্রয় করার টাকা চাওয়াই মহিলাসহ ৩ জনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। শনিবার দুপুরে শিশিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন শিশিরপাড়া গ্রামের আব্দুর রহমানসহ তার ছেলে খালেক মিয়া, তার স্ত্রী ফিরোজা খাতুন।
জানা গেছে, সদরের শিশির পাড়া গ্রামের খালেকের মেয়ে জামাই ইসরাফিল হোসেন আড়াই কাঠা জমি ইমরান আলির কাছে চার লক্ষ টাকা দরে বিক্রয় করেন। তিন লক্ষ টাকা পরিশোধ করে। বাকি ১ লক্ষ টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে খালেক সহ তার পরিবারকে মারপিট করে ইমরানসহ তার ছেলে এবং পরিবারের লোকজন। খালেক সহ তার স্ত্রী আহত হলে স্থানীডরা মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
খালেকের জামাই ইসরাফিল বলেন, আমি আাই কাঠা জমি ইমরানের কাছে চার লক্ষ টাকা দিয়ে বিক্রি করি। তিন লক্ষ টাকা পরিশোধ করে দিয়েছে। বাকি ১ লক্ষ টাকা আজ না কাল দিবে বলে এভাবে আমাকে ঘুরাতে থাকে। তার বাড়ির পাশে আমার শ্বশুরবাড়ি। শুক্রবার আমি তার সাথে টাকা চাইলে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে যায়। পরবর্তীতে ইমরানের বাড়ির কাছে আমার শ্বশুরবাড়ি হওয়ায় আমার শ্বশুর-শ্বাশুড়ি, দাদাশ্বশুর সহ সবাইকে রড, বাঁশ , হাসুয়া দিয়ে পিটিয়ে জখম করে ইমরান সহ তার ছেলে রনি, রকি ,নুরনাহার।
এ বিষয়ে মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, শিশির পাড়ার মারামারি সংক্রান্ত কোন বিষয়ে কেউ এখনো থানায় অভিযোগ করেনি ।অভিযোগ পেলে আইনুগত ব্যবস্থা নেয়া হবে।
মেহেরপুরে জমি বিক্রয়ের টাকা চাওয়ায় ৩ জনকে পিটিয়ে জখম করার অভিযোগ
Total Page Visits: 902 - Today Page Visits: 3