softdeft

মেহেরপুরে শুরু হয়েছে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছনতা অভিযান

মেহেরপুরে শুরু হয়েছে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছনতা অভিযান

মেহেরপুর প্রতিনিধি \ মুজিববর্ষ উপলক্ষে ডেঙ্গু সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে মেহেরপুরে শুরু হয়েছে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছনতা অভিযান। রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে শহরের কোর্ট এলাকা থেকে কাথুলী বাসস্ট্যান্ড পর্যন্ত মশা নিধনের ওষুধ স্প্রে করে শুরু করেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। শহরের প্রায় দেড় কিলোমিটার মশক নিধনের ওষুধ ¯েপ্র করা হয়। এ সময় শহরের প্রধান প্রধান সড়ক সহ প্রতিটি পাড়া মহল্লায় এ ওষুধ ¯েপ্র করা হবে বলে জানান পৌর মেয়র। পৌর মেয়র বলেন, কোনভাবেই যাতে এডিস মশা এ এলাকায় বংশ বিস্তার করতে না পারে সে লক্ষে আমাদের সজাগ থাকতে হবে। এছাড়াও প্রতিটি পাড়া মহল্লায় বাড়ির আঙ্গিনা পরিষ্কারের জন্য সাধারণ মানুষকে সচেতন করার লক্ষে বিভিন্নœ কর্মসূচী হাতে নেওয়া হবে বলেও জানান তিনি। পরে পৌর কর্মচারী জয়নালসহ ২জনে ফগার মেশিন দিয়ে মশা নিধনের ঔষুধ স্প্রে করে। এসময় পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, বাপ্পি, ইভান সহ কাউন্সিলরগন সেখানে উপস্থিত ছিলেন।

Total Page Visits: 825 - Today Page Visits: 2