মেহেরপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের বৈঠকের সময় মেহেরপুর থেকে জামায়াতের মহিলা ওয়ার্ড কাউন্সিলর শিউলি আক্তারসহ ১৭ জন শিবির কর্মীকে যৌথ অভিযানে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ও পুলিশ। শনিবার বিকেলে শহরের শেখপাড়ার ওয়ার্ড কাউন্সিলরের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা জানান, বিকেলে শহরের শেখপাড়ার শিউলি আক্তারের বাড়িতে শিবির কর্মীরা বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে সদর থানা ও ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। বৈঠক থেকে ১৭ জন শিবির কর্মীকে আটক করা হয়। নাশকতার উদ্দেশ্য তারা বৈঠক করছিলো বলে জানান ওসি। আটকৃতদের অনেকেই ১৮ বছরের নিচে হওয়ায় বয়স বিবেচনা করে স্ব স্ব আদালতে প্রেরণ করা হবে বলেও তিনি জানান।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জানান, গোপন বৈঠকের খবর পেয়ে ডিবির অভিযান দল তাদেরকে আটক করতে সক্ষম হয়েছে। নাশকতা ঘটনানোর জন্য তারা বৈঠক করছিল বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে। তবে আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের বৈঠকের কারণ স্পৃষ্ঠ হবে বলে জানান তিনি। পুলিশ সুপার কার্যালয়ে ডিবি কর্মকর্তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।
মেহেরপুর বৈঠক চলাকালিনে নারী কাউন্সিলরসহ ১৭ শিবির কর্মী আটক
Total Page Visits: 846 - Today Page Visits: 3