softdeft

আজ ঐতিহাসিক ৬ ডিসেম্বর মেহেরপুর মুক্ত দিবস 

আজ ঐতিহাসিক ৬ ডিসেম্বর মেহেরপুর মুক্ত দিবস 

আজ ঐতিহাসিক ৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদারদের কবল থেকে মুক্ত হয় মেহেরপুর জেলা। মুক্তিযোদ্ধাদের গেরিলা হামলায় ভেঙ্গে পড়ে পাক হানাদার বাহিনীর শক্তিশালী সামরিক বলয়। ৫ ডিসেম্বর রাত থেকেই গোপনে মেহেরপুর ছাড়তে শুরু করে পাক বাহিনী। ৬ ডিসেম্বর সকালে মিত্র বাহিনী মেহেরপুর শহরে প্রবেশ করলে অবরুদ্ধ জনতা মিত্র বাহিনীর সঙ্গে জয়ের উল্লাসে মেতে ওঠে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় মুক্তিযুদ্ধে শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এদিন সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন।
এদিকে ৬ ডিসেম্বর মেহেরপুর মুক্ত হওয়ায় দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় দিনটি পালনে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আলোচনাসভা, র‍্যালীসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

Total Page Visits: 485 - Today Page Visits: 6