softdeft

কেন্দ্রীয় ছাত্রলীগের পদ পেয়েছেন মেহেরপুরের ছেলে মুকুল ইসলাম

কেন্দ্রীয় ছাত্রলীগের পদ পেয়েছেন মেহেরপুরের ছেলে মুকুল ইসলাম

মেহেরপুর প্রতিনিধি। কেন্দ্রীয় ছাত্রলীগের উপ পাঠাগার সম্পাদক পদ পেয়েছেন মেহেরপুরের কৃতি সন্তান এম আর মুকুল ইসলাম। সে মেহেরপুর সদর উপজেলা আশরাফপুর গ্রামের উজির বিশ্বাসের ছেলে।
এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের সাবেক সভাপতি পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি এ পদে দায়িত্ব পাওয়ায় মেহেরপুর জেলা সকল স্তরের মানুষ ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
দীর্ঘ প্রতিক্ষার পর কেন্দ্রীয় কমিটির শূন্য পদে কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। রোববার সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৬৮ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

এ বিষয়ে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ছাত্রলীগ ঐতিহ্যবাহী ও দেশের সবচেয়ে বড় সংগঠন। ফলে নেতা নির্বাচনেও অনেক সচেতনতার মধ্য দিয়ে যেতে হয়। এতদিন যাচাইবাছাই করা শেষে কমিটি দেয়া হয়েছে। ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে এই শূণ্যপদগুলো পূরণ করা হয়েছে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের কমিটি করতে সকল পদ পূরণ করা হয়েছে। ব্যাপক যাচাইবাছাইয়ের কারণে আগেই সবগুলো পূরণ করা যায়নি। তবে ছাত্রলীগের প্রধান দিক নির্দেশক দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মতো কমিটি পূর্ণ করা হয়েছে।
তিনি বলেন, পূর্ণাঙ্গ কমিটি সামনে ছাত্রলীগকে আরও গতিশীল করবে। দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করবে। এ সময় সংগঠন পরিচালনায় সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন ।

Total Page Visits: 1257 - Today Page Visits: 4