softdeft

গাংনীতে অবৈধ ভাবে পুকুর খনন করার অপরাধে ভ্রাম্যমান আদালতের জেল-জরিমানা

গাংনীতে অবৈধ ভাবে পুকুর খনন করার অপরাধে ভ্রাম্যমান আদালতের জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরের গাংনী উপজেলার ঢেপা গ্রামে অবৈধ ভাবে পুকুর খনন করার অপরাধে পুকুর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার সকাল ১১ টার দিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ধানখোলা ইউনিয়নের চিৎলা ঢেপা গ্রামে পুকুর খননের মাটি বিভিন্ন ইট ভাটায় নেওয়ার সময় মাটি ফেলে রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি করায় ঢেপা গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে পুকুর মালিক ওবাইদুল্লাহকে ১০,০০০ টাকা অর্থদণ্ড এবং চিৎলা গ্রামের মৃতঃ নুরুল ইসলাম এর ছেলে শামীম রেজা (৩২) কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এ সময় তিনি বলেন, বিভিন্ন জমির মালিককে অনুরোধ করছি আপনারা জেলা প্রশাসক স্যারের অনুমোদন ব্যতিত যত্রতত্র পুকুর খনন করে কৃষি জমির ক্ষতি করবেন না এবং ইট ভাটা মালিক ও যারা মাটি ব্যবসায়ী আছেন তারা মাটি বহন করার সময় কোনোভাবেই মাটি পড়ে যেন রাস্তা নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন।

Total Page Visits: 699 - Today Page Visits: 5