softdeft

গাংনীতে ইমামের বাড়ীতে ভয়াবহ ডাকাতির মামলায় দুইজন আটক

গাংনীতে ইমামের বাড়ীতে ভয়াবহ ডাকাতির মামলায় দুইজন আটক

 

মেহেরপুরের গাংনী উপজেলার গাংনী পৌরসভা আওতাধীন (১নং ওয়ার্ড) বাঁশবাড়িয়া গ্রামে ঈমামের বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-গাংনী পৌরসভার চৌগাছা গ্রামের শুভাস এর পুত্র রান্টু (৪০) ও বিমল গোমেজের পুত্র রনি গোমেজ (৩৫)। মঙ্গলবার দিবাগত রাতে গাংনী থানা পুলিশের একটি টিম এ দুইজনকে গ্রেফতার করে।

এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,গত সোমবার সন্ধ্যা ৭ঃ৩০মিঃ এর দিকে গাংনী উপজেলার বাশবাড়ীয়া গ্রামের দক্ষিণপাড়ার মৃত ইয়াকুব আলীর ছেলে ও স্থানীয় একটি মসজিদের ঈমাম মেহাঃশরিফুল ইসলাম এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। মোহাঃশরিফুল ইসলাম ঈমামতির পাশাপাশি ঐ গ্রামে ভূষিমালের ব্যবসা করে আসছিলেন। মোহাঃশরিফুল ইসলাম সোমবার সন্ধ্যারাতে নিজ বাড়ীর পাশে ওয়াজ মহাফিল শুনতে যায়। মোহাঃশরিফুল ইসলাম এর স্ত্রীর জান্নাতুল নেছা তার তিন বছর বয়সী শিশু পুত্র তাহমিদকে টয়লেট করানাের জন্য ঘরের দরজা খুলে বাইরে নিয়ে যাচ্ছিলেন। এমত অবস্থায় ৫-৬ জনের একটি ডাকাতদল ঘরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে ও শিশু পুত্রকে রাম দা গলায় ঠেকিয়ে রাখে। এসময় সে আত্মচিৎকার দিতে গেলে,ডাকাতরা হুমকি দিতে থাকে। এক পর্যায়ে ঘরের মালামাল রাখার বাকসের চাবি খুঁজে পায় তারা।

এসময় বাকসে রাখা নগদ ১৭ হাজার টাকা, ১ জোড়া স্বর্ণের দুল, ১ জোড়া স্বর্ণের বালা, ৪টি স্বর্ণের আংটি ও ২টি স্বর্ণের চেইন লুট করে নিয়ে চলে যায়। এ ডাকাতির ঘটনায় ভুক্তভোগী ইমাম মোহাঃশরিফুল ইসলাম বাদি হয়ে ৩৯৫ ধারায় অভিযোগ এনে মঙ্গলবার গাংনী থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং-২৪। এই মামলায় ০২ জনকে গ্রেফতার করা হয়। এবং আজ বুধবার দুপুরের দিকে তাদেরকে মেহেরপুর আদালতে পাঠানো হয়।

Total Page Visits: 383 - Today Page Visits: 3