softdeft

গাংনীতে ওজনে কম দেওয়ায় মাংস ব্যবসায়ীর জরিমানা

গাংনীতে ওজনে কম দেওয়ায় মাংস ব্যবসায়ীর জরিমানা

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে ওজনে কম দেওয়ার অপরাধে হিরোক (৩৫) নামের এক মাংস ব্যবসায়ীর নিকট থেকে দশ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে গাংনী পৌর এলাকার কাথুলী মোড় এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। হিরোক আলী গাংনী পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম বিষয়টি নিশ্চিত করে জানান মাংশ ওজনে কম দেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৭ ধারা ভঙ্গের অপরাধে মালিক তার দোষ স্বীকার করায় দশ হাজার টাকা অর্থ দন্ড আদায় করা হয়।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম।

এ সময় গাংনী থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন

Total Page Visits: 468 - Today Page Visits: 4