softdeft

গাংনীতে ছিনতাইয়ের ঘটনায় ৯ জনকে আটক করেছে পুলিশ

গাংনীতে ছিনতাইয়ের ঘটনায় ৯ জনকে আটক করেছে পুলিশ

মেহেরপুরের গাংনী উপজেলা গাড়াডোর থেকে চিৎলা আসার পথে গাংনী থানাধীন বাঁশবাড়িয়া চিৎলা সড়কে আনোয়ার হোসেনের পরিত্যক্ত ইটভাটার নিকট
ছিনতাইয়ের মামলায় ৯ জনকে আটক করেছে পুলিশ। আসামিদের কাছে থেকে ঐ ঘটনায় লুষ্ঠিত ১টি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন, স্বর্ণালংকার ও ডাকাতির কাজে ব্যবহৃত বড় একটি ছোরা উদ্ধার করা হয়।
আসামিরা হলেন, আলামিন (২৫), পিতা- আবেদ, গ্রাম উত্তর শালিকা, ২। মিলন (২৮), পিতা- আব্দুল বারি, গ্রাম শ্যামপুর উত্তর পাড়া, ৩। আরিফুল ইসলাম ওরফে খোকন ওরফে প্রতিক(২৬), পিতা- মৃত মুকুল জোয়ার্দার, সাং- শিবপুর, মুজিবনগর ৪। শাকিল (২২), পিতা আব্দুর রহমান, গ্রাম শিবপুর, মজিবনগর, ৫। সবুজ(২৫), পিতা- বাছাদ আলী, পুরুন্দপুর, মুজিবনগর ৬। শামিম রেজা ওরফে শিপন(২৬), পিতা- সেলিম, গ্রাম পুরুদপুর, মজিবনগর, ৭। শামিম রেজা(২৭), পিতা- ফজলুল হক, গ্রাম কাথুলী, গাংনী সর্ব জেলা- মেহেরপুর ৮। সাইফুল ইসলাম স্বর্ণকার (৪০), পিতা- বুদো, গ্রাম- বুজরুকগড়গড়ী বনানীপাড়া, থানা ও জেলা- চুয়াডাংগা । এরা সবাই গাংনী বাজার ৭নং ওয়ার্ড মঙ্গল এর বাড়ির ভাড়াটিয়া।
৯। মোঃ জালাল উদ্দিন (৪৩), পিতা-মৃত আলা উদ্দিন, গ্রাম- কুনিয়া, থানা- দামুড়হুদা, জেলা- চুয়াডাংগা। এদের বিভিন্ন স্থান হতে আটক করা হয়।

উল্লেখ্য, গত ৯ই ফেব্রুয়ারি রাত্র সাড়ে আটটার দিকে চিৎলা বাজার পাড়ার মৃত আরমান আলীর ছেলে কামরুজ্জামান ওরফে জামান (৪৮), তার স্ত্রী মোছাঃ মহিমা খাতুন (৩৪) ও শিশু কন্যা রিনা (০৪) কে নিয়ে তার ব্যবহৃত মোটরসাইকেল যোগে গাড়াডোর থেকে চিৎলা আসার পথে গাংনী থানাধীন বাঁশবাড়িয়া টু চিৎলা রোডের জনৈক আনোয়ার হোসেন এর পরিত্যক্ত ইটভাটার নিকট পৌঁছাইলে অজ্ঞাতনামা ০৫/০৬ জন ডাকাত ধারালো চাপাতি নিয়ে তার মোটরসাইকেল এর গতিরোধ করে জোর পূর্বক হিরো হাংক ১৫০ সিসি ম্যাট রংয়ের মোটরসাইকেল একটি SAMSUNG GLAXY J-7 মোবাইল ফোন একটি রিয়েলমি RMX ও তার স্ত্রীর কাছে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
পরবর্তীতে বাদীর অভিযোগের প্রেক্ষিতে গাংনী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, অফিসার ইনচার্জ, গাংনী থানার প্রযুক্তির সর্বচ্চো ব্যবহারের মাধ্যমে ২৩ হতে ২৪ তারিখ গাংনী, মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাংগা জেলার বিভিন্ন থানায় নেতৃত্বে গাংনী থানার একটি চৌকস টিমসহ অভিযান পরিচালনা করে অত্র ঘটনার সাথে জড়িতদের বিভিন্ন স্থান হতে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত হইতে ডাকাতির ঘটনায় লুষ্ঠিত ০১টি মোটরসাইকেল, ০৩টি মোবাইল ফোন, স্বর্ণালংকার ও ডাকাতির কাজে ব্যবহৃত বড় একটি ছোরা উদ্ধার করা হয়। অন্য ২৫ তারিখ আসামীদের বিজ্ঞ আদালতে সপোর্ন করা হয়েছে।

Total Page Visits: 746 - Today Page Visits: 3