softdeft

গাংনীতে নিখোঁজের ৬ দিন পরে কৃষকের অচেতন দেহ উদ্ধার

গাংনীতে নিখোঁজের ৬ দিন পরে কৃষকের অচেতন দেহ উদ্ধার

রাতে নিখোঁজের ৬ দিন পর মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের ধোপা গাড়ি বিলের মাঠ থেকে আব্দুর রাজ্জাক (৫০) নামের এক কৃষকের অচেতন দেহ উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৫ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে ভর্তি করা হয়েছে। আব্দুর রাজ্জাক উপজেলার আড়পাড়া গ্রামের মৃত মহাসিন আলীর ছেলে।

স্থানীয় লেহাজ উদ্দিন জানান, তিনি এলাম উদ্দিনকে সাথে নিয়ে পুকুর পাহারা দেওয়ার জন্য ধোপা গাড়ি বিলের মাঠে যাচ্ছিলেন। এমন সময় তাদের টর্চ লাইটের আলোয় মাঠের মধ্যে কৃষক আব্দুর রাজ্জাককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তার পরিবারকে খবর দিলে পরিবার ও স্থানীয় লোকজন আব্দুর রাজ্জাকের অচেতন দেহ উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গত ৩১ মার্চ মধ্যরাত থেকে কৃষক আব্দুর রাজ্জাককে খুঁজে পাওয়া যাচ্ছে না মর্মে পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) রাত ১১ টার দিকে আড়পাড়া গ্রামের ধোপা গাড়ির বিলের মাঠ থেকে তার অচেতন দেহ উদ্ধার করেছে এলাকাবাসী। উদ্ধারের পর তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে কৃষক আব্দুর রাজ্জাক সুস্থ হয়ে উঠলে তার সাথে কথা বলে মামলার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, ৩১ মার্চ আনুমানিক রাত ২টার দিকে কৃষক আব্দুর রাজ্জাক তামাক পোড়ানোর কাজে বাড়ির বাইরে যান। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে গাংনী থানায় একটি জিডি করা হয়েছে। এরপর থেকেই নিখোঁজ ছিলেন কৃষক আব্দুর রাজ্জাক। মঙ্গলবার (৫ এপ্রিল) অর্থাৎ নিখোঁজের ৬ দিন পর রাত পৌনে ১১ টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রেখেছেন।

Total Page Visits: 740 - Today Page Visits: 3