মেহেরপুরের গাংনী উপজেলায় মাদক সেবনের অপরাধে আছাদুজ্জামান রাব্বি (২৫) নামের একজনকে ১ বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুরে গাংনী হাসপাতাল পাড়ার এক অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট নাদির হোসেন শামীম এ দন্ডদেশ দেন। দন্ডিত আছাদুজ্জামান রাব্বি মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামের রবিউল ইসলামের ছেলে। তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম জানান, র্্যাব-১২ গাংনী ক্যাম্পের সহায়তায় আছাদুজ্জামান রাব্বিকে ৮ টি নেশা জাতীয় ইঞ্জেকশন, দুই পুরিয়া গাঁজা ও ইঞ্জেকশন পুশ করার সিরিঞ্জসহ আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে রাব্বি তার অপরাধ দোষ স্বীকার করে। এসময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯/১(গ) ধারায় ৩৬/১(১৬) ধারা মোতাবেক তাকে ১ বছরের কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হচ্ছে। র্্যাব ১২ সিপিসি ৩ ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামান জানান, হাসপাতালের পরিত্যক্ত ভবন ও এর আশেপাশে বেশ কিছুদিন যাবত কতিপয় মাদকসেবী নেশা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে র্্যাবের একটি টীম অভিযান চালিয়ে তাকে মাদক ও মাদক ব্যবহারের সরঞ্জামাদীসহ আটক করা হয়।
গাংনীতে মাদক সেবীর ১ বছরের কারাদন্ড
Total Page Visits: 658 - Today Page Visits: 4